1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় পর্দা ছেড়ে এবার ছোট পর্দায় বলিউডের নায়িকারা

৩০ ডিসেম্বর ২০১০

বলিউডের নায়িকারা রূপালি পর্দা ছেড়ে এবার এগিয়ে যাচ্ছেন ছোট পর্দার দিকে৷ শোনা যাচ্ছে বলিউডের জনপ্রিয় নায়িকা প্রীতি জিনটা টেলিভিশনে একটি রিয়েলিটি শো’র উপস্থাপিকা হিসেবে আসছেন৷ শো’র নাম ‘আব ইন্ডিয়া তোড়েগা’৷

https://p.dw.com/p/zrWm
Preity Zinta
বলিউডের জনপ্রিয় নায়িকা প্রীতি জিনটাছবি: AP

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের বিভিন্ন বাস্তব তথ্য দিয়ে তৈরি করা হবে অনুষ্ঠানটি৷ ইতিমধ্যেই অডিশন নেওয়া শুরু হয়ে গেছে৷ শুরু হয়ে গেছে বিজ্ঞাপন প্রচারও৷

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ফরম্যাটে তৈরি করা হচ্ছে শোটি৷ তবে সেখানে দেখানো হবে সেই সব ভারতীয়দের যারা গিনেস বুকে নিজেদের নাম তুলতে সক্ষম হয়েছেন৷

এর আগে ক্রিকেট বিষয়ক একটি অনুষ্ঠানে প্রীতি জিনটাকে দেখা যাবে এমনটি শোনা যাচ্ছিল৷ সেটা ছিল আইপিএল থ্রি চলার সময়৷

টেলিভিশনের ছোট পর্দায় এসেছেন একসময়ের হার্ট থ্রব নায়িকা মাধুরী দীক্ষিতও৷ তবে তিনি একা নন৷ পুরো পরিবারকে নিয়েই তিনি উপস্থিত হয়েছেন ‘ঝলক দিখলা যা' অনুষ্ঠানে৷ দর্শকদের সারিতে বসেছিলেন স্বামী ড. শ্রীরাম নেনে, দুই পুত্র আরিন এবং রিয়ান৷ আরও সঙ্গে ছিলেন মাধুরীর বাবা-মা শঙ্কর এবং স্নেহলতা দীক্ষিত৷ আগামী সোমবার অনুষ্ঠানটি প্রচার করা হবে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক