1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বধূ বেশে প্রথম ডেট: ফলাফল ভয়াবহ

২১ অক্টোবর ২০১৬

খুব ভালো একটা উদ্যোগকে মাথায় রেখে করা হয়েছে ভিডিওটি৷ কিন্তু ভিডিওটি যে বার্তাটি দিয়েছে সেটাও মজার৷ ইউটিউবে ৯৭ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি৷

https://p.dw.com/p/2RVjV
Symbolbild - Gleichgeschlechtliche Ehe
ছবি: Getty Images/D. McNew

ফেসবুকে পরিচয়৷ ছবি দেখে, কথা বলে ভালো লেগে গেলো মেয়েটিকে৷ মেয়েটির মনে হলো দেখা হওয়া উচিত৷ তারপরই ছেলেটির সঙ্গে প্রথম ডেট৷ এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল৷ কিন্তু গোল বাধলো মেয়েটির পোশাক, কেননা মেয়েটি উপস্থিত হয়েছিল কনের পোশাকে, অর্থাৎ বিয়ের গাউন পরে আর হাতে ফুলের তোড়াও ছিল৷ ছেলেদের কী অবস্থা হয় এতে, তা জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওটি৷

প্রথম ডেটে মেয়েদের বিয়ের পোশাকে দেখলে ছেলেরা যে রীতিমতো ভড়কে যেতে পারে এ ভিডিওটি না দেখলে হয়ত আপনাদের বিশ্বাসই হবে না৷ এটা যে মজা করার জন্য, এমনটাও কেউ ধরতে পারেনি৷ এই প্র্যাঙ্ক ভিডিওটি তৈরি করেছেন ‘লরবাবল'৷ ক্যান্সারের জন্য তহবিল গঠন তাদের মূল উদ্দেশ্য৷

ভিডিওটির শেষে বলা হয়েছে, ঐ তহবিলে দান করার জন্য একটি নির্দিষ্ট নম্বরে ম্যাসেজ করতে৷ ৫ পাউন্ডের জন্য স্ট্যান্ড ৫ লিখে এবং ১০ পাউন্ডের জন্য স্ট্যান্ড ১০ লিখে ম্যাসেজ করতে বলা হয়েছে৷ মজার বিষয় হলো, ভিডিওটিতে মন্তব্য করেছেন অন্তত দু'শ জন, যাদের বেশিরভাগই নারী এবং তারা ছেলেদের মধ্যে থেকে কে ভালো ‘ডেট' হতে পারে তা নির্বাচন করেছেন৷

এপিবি/এসিবি