1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ডগার্ল হচ্ছেন না ফ্রিডা পিন্টো

১১ এপ্রিল ২০১০

স্লামডগ মিলিয়নেয়ারের অন্যতম নায়িকা ফ্রিডা এখন বন্ডের ছবির জন্য নির্বাচিত হয়েছেন বলে খবর হয়েছিল৷ কিন্তু ফ্রিডার বক্তব্য, ‘আমি তত সুন্দরী নই৷’

https://p.dw.com/p/MsvE
ড্যানি বয়েলের সঙ্গে ফ্রিডাছবি: ap

মুম্বই-এর পটভূমিকায় ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ে সমৃদ্ধ ড্যানি বয়েল নির্দেশিত স্লামডগ মিলিয়নেয়ার ছবির সেই মেয়েটিকে তো ভোলেন নি কেউই৷ ফ্রিডা পিন্টো নামের ওই তরুণী সাম্প্রতিক দর্শক সফল জেমস বন্ড বা ড্যানিয়েল ক্রেগ-এর পরবর্তী নায়িকা হতে চলেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছিল মাঝখানে৷ পত্রপত্রিকায়, আন্তর্জাল মিডিয়ায় সর্বত্রই সেই খবর বেশ হৈচৈ ফেলে দিয়েছিল তখন৷ শোনা যাচ্ছিল, বন্ডের পরবর্তী ছবি, যার নির্দেশনা দেবেন স্যাম মেনডেস, সে ছবিতে নাকি ফ্রিডা পিন্টোকেই দেখা যাবে ড্যানিয়েল ক্রেগের বক্ষলগ্না হতে৷

Film James Bond 007 Ein Quantum Trost Plakat
জেমস বন্ড 007, ছবির গ্ল্যামারে সবার আগে৷ছবি: 2008 Sony Pictures

খবর শোনা যাচ্ছিল, ফ্রিডা নাকি বিপুল অর্থের চুক্তিতে সেই নতুন ছবির নায়িকা হতে রাজি হয়েছেন৷ আর চুক্তিতে সইও করে ফেলেছেন৷ আসলে একবার বন্ডের নায়িকা হওয়ার অন্য অর্থ হল গোটা দুনিয়ার দরজা খুলে যাওয়া৷ এই খবরটি ছড়িয়ে পড়ার পর জল্পনাকল্পনা বেশ ডালপালা মেলতে শুরু করে৷ বলিউডের অন্যান্য নায়িকারাও বলা বাহুল্য ঠোঁট ওল্টাতে শুরু করে দেন৷

কিন্তু সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন ফ্রিডা স্বয়ং৷ যিনি নিজে সরাসরি বলেছেন, ‘আমি এখনও বয়সে অনেক ছোট৷ তাছাড়া বন্ডের নায়িকা হওয়ার মত অতটা সুন্দরী আমি নই৷ তাই বন্ডগার্ল হচ্ছি না আমি৷' কিন্তু ফ্রিডার এজেন্ট বা তাঁর কাজকর্ম যারা দেখাশোনা করে থাকে, সেই এজেন্সি জানিয়েছে আসল কথা৷ আর সেটা হল, বন্ডের নায়িকা করতে কোনরকম ডাকই পান নি ফ্রিডা৷ ফলে পুরো গুজবটা যে ভুয়ো, তা বুঝিয়ে দিতে কসুর করে নি ওই এজেন্সি৷

তার অর্থ বন্ডের নায়িকা হওয়াটা আর হল না ফ্রিডার৷ বলিউডের অন্যান্য সুন্দরী নায়িকারাও হয়তো এই খবরে হাঁফ ছেড়ে বাঁচলেন৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - আরাফাতুল ইসলাম