1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ধুত্বের গল্প শোনাবে ফেসবুক

৩০ অক্টোবর ২০১০

আপনার ফেসবুক বন্ধুর তালিকায় কতজন আছেন? একশো, তিনশো বা হাজার৷ এত বন্ধুর ভিড়ে একান্ত প্রিয়দের খোঁজ রাখা কি সহজ কথা! তাছাড়া কবে, কাকে, কি বলেছিলেন তাও তো মনে রাখা দুষ্কর৷ সমাধান নিয়ে হাজির ফেসবুক৷

https://p.dw.com/p/PuLq
একা একা সম্পর্কের গল্প শুনলে কি পোষাবে?ছবি: picture-alliance/ dpa

আপনি এবং আপনার যেকোন বন্ধুর মাঝের ‘বন্ধুত্বের গল্প' শোনাবে ফেসবুক৷ নাম, ‘সম্পর্কের গল্প'৷ যেখানে দুই বন্ধুর মধ্যকার নানা খুনসুটি, আলাপচারিতা, ছবি, ভিডিও জায়গা করে নেবে স্বয়ংক্রিয়ভাবে৷ ফলে, খুব সহজেই বন্ধুর মূল ছবির নিচে ক্লিক করে স্মৃতি হাতড়ানো যাবে৷

নতুন এই বন্ধুত্বের পাতা তৈরি করেছেন ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়েন কাও৷ তাঁর কথায়, এই বন্ধু পাতায় মানবিকতার গন্ধ পাওয়া যাবে৷ এটাই সবচেয়ে আনন্দের৷

ইতিমধ্যে ফেসবুক ব্লগে বন্ধু পাতা সম্পর্কে খানিকটা ধারণা দিয়েছেন ওয়েন কাও৷ সেখানে দেখা যাচ্ছে, দুই বন্ধুর শেয়ার করা নানা তথ্য যোগ হচ্ছে পর্যায়ক্রমে৷ রয়েছে দু'জনকেই ট্যাগ করা ছবির সংগ্রহ৷ সঙ্গে আলাপচারিতার তালিকা৷ মোটের ওপর অন্যসব বন্ধুত্বের ট্যাব৷

যারা আবার ফেসবুক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তাদেরকেও আশ্বস্ত করেছেন কো৷ দুই বন্ধুর তালিকায় আছে এমন বন্ধুরাই দেখতে পাবে সম্পর্কের গল্প৷ তার বাইরে কেউ এপাতায় প্রবেশের সুযোগ পাবেনা৷ সুতরাং বাড়তি করে কোন নিরাপত্তা ইস্যু এখানে থাকছে না৷

গত বৃহস্পতিবার থেকেই ফেসবুকের নতুন এই সেবা যোগ হবার কথা ব্যবহারকারীদের পাতায়৷ কিন্তু এখনো অনেকে এই ‘সম্পর্কের গল্প'-র লিংক পাননি৷ তবে হতাশ করছে না ফেসবুক৷ বরং তাদের কথায়, ক্রমান্বয়ে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে সম্পর্কের গল্প৷ আপাতত তাই একটু ধৈর্য ধরুন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য