বন্ধুদের সকলকে ‘ঈদ মোবারক' | পাঠক ভাবনা | DW | 25.09.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বন্ধুদের সকলকে ‘ঈদ মোবারক'

ডয়চে ভেলের বাংলা বিভাগ, আমার শুভেচ্ছা গ্রহণ করুন৷ ঈদ-উল-আজহা উপলক্ষ্যে আমার ও আমার ক্লাবের পক্ষ থেকে ডয়চে ভেলের সকল কর্মকর্তা, কর্মী,কলা কুশলীসহ সকল শ্রোতাবন্ধুদের জানাই, ‘‘ঈদ মোবারক''৷

এভাবেই জগন্নাথদী, মোল্যা বাড়ি, মধুখালী, ফরিদপুর থেকে আমাদের পুরনো বন্ধু মো. কামাল হোসেন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি আরো লিখেছেন, ‘‘ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ৷ প্রতিটা ঘরে ঘরে বেজে উঠুক সুখ ও আনন্দের বাজনা৷ এই ঈদে কোরবানির গোস্তের গরিবের অংশ সুষ্ঠুভাবে বিলি করে আনন্দটাকে আরো ভাগ করে নেই৷''

প্রিয় বন্ধুরা, প্রতিবারের মতো এবারও অনেকে আমাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ই-মেল, টেলিফোন এবং ফেসবুকে৷ এই বিদেশে ঈদের আনন্দ আমরা সেভাবে উপভোগ করতে না পারলেও আপনাদের শুভেচ্ছা বার্তা খানিকটা হলেও কিন্তু আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে৷ অনেক ধন্যবাদ এই উৎসবের দিনে আমাদের কথা মনে করার জন্য৷

গতকাল চুয়াডাঙ্গা থেকে টেলিফোনে আমাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে বহু পুরনো বন্ধু মো.আবদুল্লাহ আর আজ ফোন করেছেন হায়দারুল ইসলাম মাষ্টার ৷ এছাড়া ই-মেলে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন বন্ধু সবুজ মিয়া৷ তাহিরপুর, দুর্গাপুর, রাজশাহী থেকে প্রফেসার সাইফুল ইসলাম থান্দার, নিমাইদিঘী, বগুড়া থেকে বন্ধু রাজ্জাক৷ দিনাজপুর থেকে মোকারম হোসেন রনি৷ মো. মিজানুর রহমান, মশিপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ থে আর এম সবুজ মাহমুদ, মাদারগঞ্জ, জামালপুর থেকে৷

ফেসবুকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল শাহ, সুধির, পল্লব, এমডি মোস্তাকিম, তপু বিশ্বাস ও আরো অনেকে৷ তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷

বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন আর আনন্দে থাকুন – আমাদের এটাই কামনা৷

ডয়চে ভেলের বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন