1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যাদুর্গত ৭২ হাজার শিশু মৃত্যুমুখে

২৮ আগস্ট ২০১০

পাকিস্তানের আরো দুটি শহর বন্যার কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ মাসাধিককালের বন্যায় ইতিমধ্যেই তলিয়ে গেছে তিন মিলিয়ন হেক্টর জমির ফসল৷ এদিকে, বন্যাদুর্গত কয়েক হাজার শিশু পুষ্টিহীনতার কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে৷

https://p.dw.com/p/OyTN
‘বন্যায় অন্তত ৭২ হাজার শিশু পুষ্টিহীনতায় মারা যেতে পারে’ছবি: picture alliance/dpa

পাকিস্তানের বন্যা গ্রাস করতে চাইছে দক্ষিণের আরো দু'টি শহরকে৷ কিন্তু কর্তৃপক্ষ বাঁধ উচিয়ে শহর দু'টি বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এর মধ্যে একটি শহর থাট্টা৷ ইতিমধ্যে বাঁধ ভেঙ্গে বন্যার পানি শহরটির কাছাকাছি পৌঁছে গেছে৷ সেখানকার বাসিন্দাদের শহর ছাড়তে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ সিন্ধু প্রদেশের রিলিফ কমিশনার রিয়াজ আহমেদ বলেছেন, থাট্টা শহরে বন্যার পানি এখনো পৌঁছায়নি, তবে খুব কাছেই আছে৷

৩২ লাখ হেক্টর ফসলি জমি পানির নিচে

পাকিস্তানের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা এটি৷ মাসাধিককাল ধরে চলা বন্যায় গৃহহীন হয়েছে ষাট লাখ মানুষ৷ প্রাণ হারিয়েছে ১৬০০ ৷ প্রাণহানির সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ৷ এছাড়া ৩২ লাখ হেক্টর জমির ফসল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অর্থের হিসেবে এই ক্ষতির পরিমাণ ২.৮৬ বিলিয়ন মার্কিন ডলার৷ সিন্ধুপ্রদেশের ধান উৎপাদনকারী একটি এলাকাকে বন্যা থেকে বাঁচানোর চেষ্টা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ৷ এজন্য পানি বাড়ার সঙ্গে তাল মিলিয়ে উঁচু করা হচ্ছে কয়েক কিলোমিটার লম্বা বাঁধ৷

Pakistan / Flut / Hochwasser / Zeltlager
মাসাধিককাল ধরে চলা বন্যায় গৃহহীন হয়েছে ষাট লাখ মানুষছবি: AP

শিশু মৃত্যুর আশঙ্কা

জাতিসংঘ শিশুদের মধ্যে রোগব্যাধি ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে৷ রয়েছে খাদ্যস্বল্পতা৷ ফলে পুষ্টিহীনতার কারণে কয়েক হাজার শিশু মারা যেতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি৷ ইউনিসেফের কর্মকর্তা মার্টিন মগওয়াঞ্জা জানিয়েছেন, যদি এখনই কিছু করা না হয়, তাহলে অন্তত ৭২ হাজার শিশু পুষ্টিহীনতায় মারা যেতে পারে৷

জার্মানির সহায়তা

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর সাপ্তাহিক ভিডিও বার্তায়, বন্যাদুর্গতদের সহায়তায় জার্মানদের আরো এগিয়ে আসার আবেদন জানিয়েছেন৷ জার্মানদের দেওয়া সহায়তা নিয়ে পাকিস্তানে দুর্নীতির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি৷ ম্যার্কেল বলেন, জার্মানির বেসরকারি সাহায্য সংস্থাগুলো সরাসরি দুর্গতদের মাঝে ত্রাণ বিতরন করবে৷ শুক্রবার জার্মানি থেকে একটি মানবিক সাহায্য বহনকারী ন্যাটো বিমান পাকিস্তানে গিয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান