1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যার একশ’ দিন পরেও গৃহহীন লাখ লাখ মানুষ

২৯ অক্টোবর ২০১০

পাকিস্তানে ভয়াবহ বন্যার আজ একশ’ দিন পেরিয়ে গেলেও এরফলে মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি৷ ত্রাণ কাজ এখনও চলছে৷ আর জাতিসংঘ বলছে, দেশটির সত্তর লাখেরও বেশি মানুষ এখনও গৃহহীন অবস্থায় রয়েছে৷

https://p.dw.com/p/PtXU
গৃহহীন মানুষছবি: picture alliance/dpa

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্ট্যাসি উইনস্টোন বলেন, ‘‘বন্যা দুর্গত এলাকার কমপক্ষে সত্তর লাখ মানুষ এখনও ঘর-বাড়ি হারা৷ ১ কোটি ৪০ লাখ মানুষের অবিলম্বে সাহায্য প্রয়োজন৷ পাকিস্তানের ইতিহাসে ভয়াবহতম এই প্রাকৃতিক দুর্যোগপীড়িত মানুষদের জন্য গৃহীত ত্রাণ উদ্যোগ আর্থিকভাবে সমর্থন করার আবেদন জানিয়েছে জাতিসংঘ একাধিকবার৷ জাতিসংঘ বলছে, বন্যার ফলে লাখ লাখ মানুষ খাবার, পানি, বাসস্থান এবং অন্যান্য মৌলিক চাহিদাগুলো থেকে বঞ্চিত হচ্ছে৷

Überschwemmung in Pakistan
বন্যাকবলিত পাকিস্তানছবি: AP

এবছর জুলাই মাসের শেষদিকে স্মরণকালের এই ভয়াবহ বন্যা দেখা দেয় পাকিস্তানে৷

পাকিস্তান সরকার ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার মানুষদের মধ্যে দশ লাখ ‘ইমার্জেন্সি ক্যাশ হেল্প কার্ড' বা ওয়াতান কার্ড বিতরণ করেছে৷ কিন্তু এই সাহায্য যথেষ্ট নয় এবং বেলুচিস্তানের মানুষ এখনও ‘ওয়াতান কার্ড' কার্ড পায়নি বলে অভিযোগ৷ কিছু এলাকায় সরকারকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে৷ তবে পাকিস্তানের সামরিক বাহিনী ২ কোটি মানুষকে সাহায্য করেছে এমন কথাও বলা হচ্ছে৷

জাতিসংঘ বলছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেঙেগেছে প্রায় বিশ লাখ ঘর-বাড়ি৷ খবে প্রকাশ, দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত লাখ লাখ মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন৷

কয়েক সপ্তাহব্যাপী এই বন্যা দু'হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়৷ বন্যা কবলিত হয় পাকিস্তানের ২ কোটি ১০ লাখ মানুষ৷ শীতের মুখে ঘর-বাড়ি হারা এইসব মানুষের দুর্ভোগ আরও বাড়ছে৷ পাকিস্তানের একটি বেসরকারি সংস্থা ‘এসপিও'র আঞ্চলিক পরিচালক সালমান আবিদ বলেন, ‘‘যেহেতু শীতকাল আসছে, যারা ঘর হারিয়েছেন তাঁদের ঘর করে দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি৷ আর যারা শিবিরে রয়েছেন তাঁরা যাতে নিজদের ঘরে তাড়াতাড়ি ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থাও করতে হবে৷''

বিশেষজ্ঞরা বলছেন, বন্যার ফলে যে ভয়াবহ ক্ষতি হয়েছে, সরকারের একার পক্ষে তার মোকাবিলা করা সম্ভব নয়৷ সচেতন সমাজ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা উচিত৷ সেইসঙ্গে সরকারেরও উচিৎ দুর্গত মানুষদের সাহায্যের জন্য নতুন কর্মপন্থা গ্রহণ করা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক