1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যা: জার্মানিতে মৃতের সংখ্যা বাড়ছে

১৭ জুলাই ২০২১

গত বৃহস্পতিবারের ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় জার্মানিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩০ ছাড়িয়েছে৷ এখনও নিখোঁজ অনেকে৷

https://p.dw.com/p/3wbbe
Deutschland | Überschwemmungen in Ahrweiler
ছবি: Abdulhamid Hosbas/AA/picture alliance

আক্রান্ত অঞ্চলগুলোতে উদ্ধার কাজে সহযোগিতায় ৮৫০ জন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে৷ উদ্ধার তৎপরতা বৃদ্ধির সঙ্গে পাওয়া যাচ্ছে হতাহতের তথ্যও৷ এখন পর্যন্ত ১৩৩ জন মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেছে কর্তৃপক্ষ৷  এর মধ্যে ৯০ জনই কোলনের নিকটবর্তী জেলা আরভাইলারের বাসিন্দা৷ এখন পর্যন্ত ৬১৮ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ৷

এদিকে শুক্রবার  নেদারল্যান্ডসের সীমান্তবর্তী শহর ভাসেনবের্গে  রুর  নদীর একটি বাঁধ ভেঙ্গে গেছে৷ কর্তৃপক্ষ ৭০০ বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নিয়েছে৷ এখনও বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে৷

জার্মানির বন্যা ও জলবায়ুর কান্না

বৃহস্পতিবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইফেল অঞ্চল৷ সেখানে ধ্বংস হয়ে গেছে বসতি, ভেসে গেছে বহু বাড়িঘর৷ কয়েক হাজার জরুরি কর্মী অঞ্চলটিতে এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে৷ তবে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি মোবাইল ফোন সেবা বিঘ্নিত হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে৷

জার্মানির ও নেদারল্যান্ডসের পাশাপাশি বন্যা আঘাত হেনেছে প্রতিবেশী বেলজিয়াম। ইউরোপে মোট মৃত্যু ১৫০ ছাড়িয়েছে৷

এফএস/আরআর (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য