1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিজেলচালিত যান নিষিদ্ধের নির্দেশ

৯ নভেম্বর ২০১৮

পশ্চিম জার্মানির দু'টি শহর বন ও কোলনে ডিজেলচালিত যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত৷ সড়কে পুরোনো ডিজেলচালিত যান ব্যাপক দূষণের সৃষ্টি করছে বলেই এই নিষেধাজ্ঞা৷

https://p.dw.com/p/37wtG
ছবি: Fotolia/Noppasinw

এই দু'টি শহরে বাতাসের মানের উন্নয়ন ঘটাতেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত৷ ২০১৯ সালের এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হবে৷

নর্থ রাইন ওয়েস্টফালিয়ার পরিবেশ মন্ত্রী উরসুলা হাইনেন এসের জানিয়েছেন, ‘‘কর্তৃপক্ষ চাইলে এই নির্দেশের বিরুদ্ধে আপিল করতে পারেন, কেননা এই নির্দেশের ফলে বন ও কোলনে পরিবহন অবকাঠামোতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে৷ বিশেষ করে কোলন হলো একটা বড় ব্যবসাকেন্দ্র৷’’

বৃহস্পতিবার জার্মান পরিবহনমন্ত্রীর সঙ্গে অটোমোবাইল নির্বাহীরা বৈঠকে বসেছিলেন৷ সেখানে তাঁরা সারাদেশে কার্বন নিঃসরণ কমানোর উপায় নিয়ে আলোচনা করেন৷ ঠিক সেই সময়ই এলো এই নির্দেশ৷

ডিজেল জেনারেটর ও গাড়ির ধোঁয়া থেকে কালি!

এর আগে জার্মান গাড়িনির্মাণকারী প্রতিষ্ঠান বিএমডাব্লিউ সরকারের সঙ্গে পুরোনো ডিজেলচালিত গাড়িগুলোর সংস্কারের ব্যাপারে চুক্তি প্রত্যাখ্যান করেছিল৷ তারা বলেছিল এটা কোনো ভালো পন্থা নয়৷ তবে জার্মান সরকার আগে থেকেই সংকেত দিয়েছিল যে, এ ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে৷

কোলনের প্রশাসনিক আদালত এই নিষেধাজ্ঞা আরোপের সময় বলেছে, ‘‘বন ও কোলনে নাইট্রোজেন ডাই-অক্সাইডের মাত্রা কমানোর জন্যই রাস্তা থেকে সব ডিজেলচালিত গাড়ি উঠিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে৷’’

এর আগে স্টুটগার্ট, আখেন, ফ্রাঙ্কফুর্ট, মাইনৎস এবং বার্লিনে ডিজেলচালিত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আদালত৷ আর হামবুর্গে সীমিত পরিমাণে ডিজেলচালিত যান চলাচলের নির্দেশ দেয়া হয়েছিল৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

১ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...