1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন শহরের কাছেই তরুণী খুন

৫ ডিসেম্বর ২০১৮

জার্মানির প্রাক্তন রাজধানী বনের কাছের সাঙ্কট আগুস্টিনে নিখোঁজ এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ হত্যার অভিযোগে ইতোমধ্যে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে৷

https://p.dw.com/p/39V8w
Deutschland 17-Jährige tot in Flüchtlingsunterkunft gefunden
ছবি: picture-alliance/dpa/F. Gambarini

সতেরো বছর বয়সি তরুণীর মরদেহ রবিবার সাঙ্কট আগুস্টিনের একশরণার্থী ও গৃহহীনদেরআশ্রয় শিবির থেকে উদ্ধার করা হয়েছে৷ শুক্রবার তাঁর নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানানো হয়৷ পুলিশ প্রথমে স্থানীয়দের সহায়তায় শরণার্থী শিবিরের কাছে একটি লেকের পাশ থেকে নিহত তরুণীর পোশাক ও ব্যাগ উদ্ধার করে৷ এরপর রবিবার তরুণীর মরদেহ সেই লেকে আছে সন্দেহ করে বেশ কয়েকজন উদ্ধারকর্মী সেখানে তল্লাশি শুরু করে৷ এই কাজে পানির নীচে উদ্ধার অভিযান চালাতে সক্ষম ড্রোন এবং অন্যান্য আধুনিক সরঞ্জামও ব্যবহার করা হয়৷

তবে লেকে নয়, রবিবার মরদেহ মেলে আশ্রয়কেন্দ্রের ভেতরেই৷ পুলিশ জানিয়েছে, ১৯ বছর বয়সি এক তরুণ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন৷ কেনিয়াতে জন্ম নেয়া এই তরুণ ছোটবেলা থেকেই জার্মানিতে আছেন৷ ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷

এদিকে স্থানীয় গণমাধ্যম পুলিশ এবং অন্যান্য সূত্রের বরাতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এক বারে সেই তরুণের সঙ্গে তরুণীকে দেখা গেছে৷ পরবর্তীতে তিনি সেই তরুণের সঙ্গেই আশ্রয়কেন্দ্রে যান৷ তবে সেই তরুণী তাঁর বাবা-মাকে বনে এক বান্ধবীর বাড়িতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন৷

স্থানীয় গণমাধ্যম আরো জানিয়েছে, শুক্রবার রাতে তরুণীর সঙ্গে তরুণের বচসা হয় এবং এক পর্যায়ে তরুণটি সহিংস হয়ে উঠলে তরুণী মারা যায়৷ তবে তাঁকে হত্যায় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলেও প্রাথমিক তদন্তের বরাতে গণমাধ্যম জানিয়েছে৷

প্রসঙ্গত, এমন এক সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যখন জার্মানিতে শরণার্থীদের নিয়ে নানা বিতর্ক চলছে৷ গত দুই-তিন বছরে অনেক শরণার্থীকে গ্রহণ করে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল উদারতার পরিচয় দিলেও তাঁর প্রতি জনসমর্থন ক্রমশ কমে যাচ্ছে৷ অবস্থা এমন যে, নিজ দল থেকে পদত্যাগের আগাম ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি৷

সাঙ্কট আগুস্টিনের এই ঘটনা নিয়েও জার্মানির গণমাধ্যমে নানামুখী আলোচনা শুরু হয়েছে৷ আলোচিত তরুণ এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং পুলিশের কাছে তিনি পরিচিত ছিলেন বলে জানিয়েছে গণমাধ্যম৷ বন শহরের আদালতের প্রধান কৌঁসুলি রবিন ফাসবেন্ডার ওই তরুণকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে বলেছেন, ‘‘জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তরুণ নিহত তরুণীর সঙ্গে সহিংস আচরণ করার কথা স্বীকার করেছেন৷ ফলে আমরা এটিকে একটি ইচ্ছাকৃত নরহত্যা বলে ধারণা করছি৷''  

নিকোল গোয়েবেল, এলিজাবেথ সুমাখার/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান