1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ণবাদী মন্তব্য করে বিপদে আইনজীবী

১৮ মে ২০১৮

রেস্টুরেন্টের কর্মীরা ইংরেজি না বলে কেন স্প্যানিশ বলছেন – এই ছিল নিউ ইয়র্কের এক আইনজীবীর বিরক্তির বিষয়৷ তাই তিনি রেস্তোরাঁর এক কর্মীকে বকাবকি করছিলেন৷ সেই ভিডিও ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/2xvbX
People sitting at Sul restaurant, Rue do Norte, Bairro Alto, Lisbon, Portugal, Europe
ছবি: picture-alliance/Y. Levy/robertharding

নিউ ইয়র্কের ‘ফ্রেশ কিচেন' নামে এক রেস্টুরেন্টে গিয়েছিলেন আইনজীবী অ্যারন স্লসব্যার্গ৷ গিয়ে দেখেন সেখানকার এক কর্মী ক্রেতাদের সঙ্গে স্প্যানিশ ভাষায় কথা বলছেন৷ আশেপাশের আরও কয়েক কর্মীকেও তিনি স্প্যানিশ বলতে শুনেছেন বলে জানান৷ এতে বিরক্ত হয়ে তিনি উত্তেজিত গলায় রেস্টুরেন্টের এক কর্মীকে বলেন, ‘এটি অ্যামেরিকা'৷ ‘‘আপনি যদি ম্যানহাটানের মাঝে ব্যবসা করতে চান, তাহলে এটা ভাল হয় যদি আপনার কর্মীরা ক্রেতাদের সঙ্গে ইংরেজি বলেন,'' ঐ কর্মীকে বলেন স্লসব্যার্গ৷

এই ঘটনার ভিডিও ফেসবুকে শেয়ার করেন এডওয়ার্ড সুয়াজো৷ মঙ্গলবার আপলোড করা ঐ ভিডিও এখন পর্যন্ত ৪৫ লাখের বেশিবার দেখা হয়েছে৷ শুধু তাই নয়, অনেকে স্লসব্যার্গ যে সংস্থায় কাজ করেন সেই কোম্পানির বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছেন৷ তাঁরা বিভিন্ন কোম্পানির রেটিং করা অনলাইন সংস্থা ‘ইয়েল্প'-এর ওয়েবসাইটে গিয়েও স্লসব্যার্গের কোম্পানির রেটিং কমিয়ে দেয়া শুরু করেছিলেন৷ তবে সেই সুযোগ বন্ধ করে দিয়েছে ইয়েল্প৷ তারা বলেছে, রেটিং দেয়ার ক্ষেত্রে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রভাব থাকা ঠিক নয়৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান