1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডের ছবিতে ‘ফেঁসে গেলেন ওবামা’

১৫ অক্টোবর ২০১০

নভেম্বরে ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এর মধ্যে বলিউড তাঁকে ঘিরে নতুন একটি ছবি বানিয়েছে, যার নাম ‘ফাঁস গয়া রে ওবামা’৷

https://p.dw.com/p/Penv
বারাক ওবামা (ফাইল ফটো)ছবি: picture alliance / Photoshot

বিশ্ব অর্থনৈতিক মন্দা কীভাবে উত্তর ভারতের গুণ্ডা-বদমাইশদের রুজি-রুটির উপর প্রভাব ফেলেছে, তা নিয়েই তৈরি মজার এই ছবি৷ তবে ওবামার চরিত্র সরাসরি এই ছবিতে দেখা যাবে না৷ গল্পটা বেশ মজার৷ অর্থনৈতিক মন্দার ফলে চাকরি হারিয়েছেন অ্যামেরিকার এক অনাবাসী ভারতীয়৷ ফলে ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছেন৷ পথ একটাই৷ ভারতে তাঁর যে পারিবারিক সম্পত্তি রয়েছে, তা বিক্রি করে দেনা শোধ করা৷ ভারতে আসার পর দুষ্কৃতিরা তাকে অপহরণ করে বসলো৷ কিন্তু মুক্তিপণ দেবে কে? ফলে বিরক্ত হয়ে গুণ্ডারা ওবামার উদ্দেশ্যে আর্জি জানালো৷ বললো, ‘‘অর্থনীতির উন্নতি করতে কিছু একটা করুন, না হলে মুক্তিপণ হিসেবে আমাদের রোজগার যে কমে যাচ্ছে!''

ছবিটি মুক্তি পাওয়ার কথা ২৬শে নভেম্বর, অর্থাৎ ওবামার ভারত সফরের পর৷ তবে বলিউড ছবিতে এই প্রথম ওবামার উল্লেখ হচ্ছে, তা কিন্তু নয়৷ এর আগে ‘মাই নেম ইজ খান' ছবিতেও শাহরুখ খান অভিনীত চরিত্র ওবামার কাছে দরবার করার চেষ্টা করেছিল৷ এখন প্রশ্ন হল, খোদ মার্কিন প্রেসিডেন্ট বলিউডে তাঁর এই ভূমিকাকে কীভাবে দেখেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক