1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডের ছবিতে সাদ্দাম হোসেন

২৯ এপ্রিল ২০১১

তাঁকে কেউ বলেন স্বৈরশাসক, কারও কারও কাছে তিনিই নায়ক৷ কে তিনি? তিনি হচ্ছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন৷ এই সাদ্দামকে নিয়েই বলিউড বানাচ্ছে ছবি৷ নাম, ফ্রম প্রেসিডেন্ট টু প্রিজনার৷

https://p.dw.com/p/1165x
ছবি: AP

আজিজ বুরনির 'সফর জিন্দাগি কা' বইটি লেখা হয়েছিল সাদ্দাম হোসেনকে নিয়ে৷ এবার সেই বইটির চিত্ররূপ দেয়া হচ্ছে৷ অর্থাৎ ঐ বইটির কাহিনীর ওপর ভিত্তি করে ছবিটি তৈরি করা হচ্ছে৷ পরিচালক সুরেশ কোহলি৷

কিন্তু কে হবেন সাদ্দাম হোসেন? টেলিভিশনের জনপ্রিয় ডেইলি সোপ আকবর দ্য গ্রেট- এর পরিচালক আকবর খান, যিনি নিজেই সেই সিরিজে নামভূমিকায় অভিনয় করেছিলেন, তিনিই হতে যাচ্ছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন৷ গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এই খবর দিয়েছে৷

পরিচালক সুরেশ বলেন, 'যখন ছবিটির কথা ভাবতে শুরু করি তখনই আকবরের চেহারা মনের মধ্যে ভেসে ওঠে৷ বিষয়টি নিয়ে সুহৃদদের সঙ্গে আলোচনা করি৷ তারাও আমার পছন্দের সঙ্গে একমত হন৷ প্রস্তাব দিই আকবর খানকে৷ আলোচনার পর তিনি সাদ্দামের চরিত্রে অভিনয়ের জন্য রাজি হয়েছেন৷

অভিনেতা আকবর খানের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার কাছে তিনি একজন হিরো৷ যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী পররাষ্ট্র নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন৷ তাঁর চরিত্রে নিখুঁত ভাবে অভিনয় করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো৷

কিন্তু এটি কী খুবই বিতর্কিত ছবি হবে? বলা যায় না, হতেও পারে৷ বলিউড ইদানিং এ ধরণের ছবি বানাতে বেশ উৎসাহ দেখাচ্ছে৷ এর আগে হিটলারকে নিয়ে একটি ছবি বানানোর পরিল্পনা করা হয়েছিল৷ কিন্তু সেই ছবির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হওয়ায়, পরিকল্পনা বাতিল করা হয়৷ 'প্রেসিডেন্ট টু প্রিজনার'- এর নির্মাণ কাজ আগামী সেপ্টেম্বরে শুরু হবে বলে আশা করা হচ্ছে৷ ইরাকের বিভিন্ন স্থানে চিত্রগ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক সুরেশ কোহলি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়