1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউড আর টানছে না এ আর রহমানকে

৩০ জুলাই ২০১০

কী হয়েছে এ আর রহমানের? গত কয়েক মাসে বলিউডের নতুন কোনো ফিল্মের সঙ্গে চুক্তিবদ্ধ হননি তিনি৷ ব্যাপার কী - খুঁজতে গিয়ে জানা গেলো, বলিউড আর টানছে না তাকে৷ তিনি এখন ভবিষ্যৎ দেখছেন বিদেশে৷

https://p.dw.com/p/OYE1
ছবি: UNI

রহমানের ঘনিষ্ঠজনরা বলছেন, স্লামডগ মিলিওনিয়ারের আকাশছোঁয়া সাফল্যের পরই এই তারকার ‘বোধোদয়' ঘটে৷ তার মনে হয়, বিশ্বকে অনেক কিছু দেওয়ার আছে৷ তাই বলিউডের সব কাজ দ্রুত শেষ করতে চাইছেন তিনি৷ এরপর আপাতত আর কোনো কাজ নেবেন না৷ দীর্ঘদিন ধরে সুরের জাদুতে বলিউড মাতিয়ে এলেও স্লামডগ মিলিওনিয়ারই রহমানকে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷ এনে দেয় অস্কারও৷ যদিও অনেকে বলেন, অস্কারজয়ী ওই চলচ্চিত্রে রহমান যে কাজ দেখিয়েছেন, তার চেয়ে অনেকে ভালো সুর তিনি সৃষ্টি করেছেন আগেই৷ কিন্তু বাইরের কারো নজরে আসেনি৷

রহমানের বেশ কয়েকজন বন্ধু বললেন, হিন্দি চলচ্চিত্র সুরস্রষ্টার অনেক সময় খেয়ে ফেলে৷ এক্ষেত্রে মনি রত্নমের ‘রাবণ' ছবিটিকে উদাহরণ হিসেবে টেনে এনেছেন তারা৷ মনি রত্নম নাকি একটি গানের জন্য রহমানকে কয়েকটি সুর করতে বলেছেন, যা থেকে ভালোটি বেছে নেওয়া হবে৷ মনি রত্নমের রোজা ছবিতে সুর দিয়েই বলিউডে আসন পাকা করেন এআর রহমান৷ তাই গুরুকে কিছু বলতে পারেননি৷ তবে সিদ্ধান্ত নিয়েছেন, অনেক হয়েছে, বেগার খাটা আর নয়৷

সূত্র জানায়, বড় বড় শিল্পীর মতো ওয়ার্ল্ড ট্যুরের পরিকল্পনা আছে রহমানের৷ আর সে পরিকল্পনা ধরেই এগোচ্ছেন তিনি৷ মনে করছেন, স্লামডগের পর যে খ্যাতি হয়েছে, তা ধরে রাখতে হলে বলিউডে আবার ফেরত গেলে সবই হারিয়ে যাবে৷ এই বিষয়ে রহমান অবশ্য মুখ খোলেননি৷ তবে তাঁর কাজে-কর্মে ইঙ্গিত দিচ্ছেন৷ আব্বাস টায়ারওয়ালার ছবিটির পর আর কোনো ছবিতে সাইন করেনিন তিনি৷এই ছবির নাম অবশ্য ঠিক হয়নি৷ তবে মুক্তির তারিখ ঠিক রয়েছে অক্টোবরে৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক