1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউড ঘুরে দেখলেন রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ

২৩ ডিসেম্বর ২০১০

রাশিয়ার সঙ্গে বলিউডের সম্পর্ক অনেক দিনের পুরনো৷ সেই সম্পর্কের সূত্র ধরেই এবার বলিউড ঘুরে দেখলেন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ৷

https://p.dw.com/p/zoc7
ভারতে মেদভেদেভছবি: AP

স্নায়ু যুদ্ধ চলাকালে যখন রাশিয়াতে হলিউডের ছবি ছিল একেবারে নিষিদ্ধ, তখন ভারতীয় ছবি ছিল রুশ জনগণের অন্যতম বিনোদনের মাধ্যম৷ বলিউডের সঙ্গে সেই সম্পর্ক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও অটুট রয়েছে৷ এখনও রাশিয়াতে অত্যন্ত জনপ্রিয় হিরো হিসেবে বিবেচিত হন বলিউডের অন্যতম প্রবীন তারকা রাজ কাপুর৷ এরপর মিঠুন চক্রবর্তী এবং হাল আমলের কিং খান মানে শাহরুখ খানের জনপ্রিয়তাও রুশদের মাঝে ব্যাপক৷ হিন্দি ছবির এই টান থেকে মুক্ত নন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও৷ তাই ভারতে ঝটিকা সফরের মধ্যেও একটু সময় বের করে নিলেন তিনি বলিউড ঘুরে দেখার জন্য৷

বুধবার তিনি যান বলিউডের বিখ্যাত ইয়াশরাজ স্টুডিওতে৷ সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন স্বয়ং রাজ কাপুর৷ ছিলেন শাহরুখ খান এবং কারিনা কাপুরও৷ স্টুডিও ঘুরে ঘুরে মেদভেদেভ দেখেন কিভাবে হিন্দি ছবি তৈরি হয়৷ এরপর বলিউডের বিভিন্ন কুশলীদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলাপচারিতায় মেতে ওঠেন রুশ প্রেসিডেন্ট৷ তিনি বলেন, ‘‘আমাদের দেশে সবসময়ই ভারতীয় সংস্কৃতির প্রশংসা করা হয়৷ ভারতীয় ছবি নিয়ে আমাদের মধ্যে বরাবরই উৎসাহ রয়েছে৷'' মেদেভেদেভ আরও জানান, ভারতের পর রাশিয়া একমাত্র দেশ যেখানে ২৪ ঘন্টা হিন্দি ছবির চ্যানেল চালু রয়েছে৷ বলিউডের সঙ্গে মিলে ছবি তৈরি করার প্রস্তাবও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ৷ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে রুশ প্রেসিডেন্টের এই সফর একটি বড় অগ্রগতি বলে বিবেচিত হচ্ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক