1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউড ছবির জন্য আলাদা মোবাইল ট্রেলর

১৮ মে ২০১১

মোবাইল ফোনের মাধ্যমে প্রচার চলছে বলিউড ছবি ‘জিন্দাগি মিলেগি না দোবারা’র৷ তৈরি হয়েছে বিশেষ ট্রেলার, কাজে লাগানো হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি৷

https://p.dw.com/p/11Imf
ঋত্বিক রোশন অভিনীত এই ছবির নাম ‘জিন্দাগি মিলেগি না দোবারা'ছবি: UNI

বলিউড ছবির জনপ্রিয়তা আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়লেও প্রচারের দৌড়ে ছবিগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু কম নয়৷ বাজার দখল করার প্রশ্নে কোনো আপোশ করতে রাজি নয় প্রযোজক ও ডিস্ট্রিবিউটাররা৷ ছবি মুক্তি পাওয়ার আগে মুম্বই সহ বিভিন্ন শহরে বিশাল হোর্ডিং, দেয়ালে দেয়ালে পোস্টার, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ট্রেলার – এসব দিয়ে মানুষের আগ্রহ জাগানোর চেষ্টা হয়৷

এবার ছবির প্রচারের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করছে বলিউড৷ ঋত্বিক রোশন অভিনীত এই ছবির নাম ‘জিন্দাগি মিলেগি না দোবারা' – অর্থাৎ ‘জীবন একটাই'৷ এই ছবির দুটি সংক্ষিপ্ত ট্রেলার তৈরি করা হয়েছে৷ ছবির ডিস্ট্রিবিউটার কোম্পানি ভারতের এয়ারসেল মোবাইল কোম্পানির প্রায় সাড়ে পাঁচ কোটি গ্রাহকদের বিনামূল্যে এই ট্রেলার দেখানো হচ্ছে৷ বিশেষ করে তরুণ প্রজন্ম যেভাবে মোবাইল-নির্ভর হয়ে পড়ছে, তার ফলে তাদের কাছে পৌঁছাতে এই প্রযুক্তি কাজে লাগবে বলে আশা করছেন প্রযোজক ঋতেশ সিধওয়ানি৷

শুধু মোবাইল ফোন নয়, এই ছবির জন্য আলাদা ওয়েবসাইট, ফেসবুক পাতা, ইউটিউবে বিশেষ সেকশনও রয়েছে, যেমনটা আজকাল অনেক ছবির জন্য করা হচ্ছে৷ প্রচারের জন্য মোবাইল ফোনের ব্যবহারও হয়ে থাকে, তবে এতদিন তা সীমিত ছিল রিং টোন ডাউনলোড বা এসএমএস'এর মধ্যে৷ এই প্রথম মোবাইল ফোনের জন্য আলাদা ট্রেলার তৈরি হলো৷ ধরে নেওয়া হচ্ছে, ভারতে দ্রুতগতির থ্রিজি প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে বলিউডের প্রচারের জন্য মোবাইলের ব্যবহার আরও বাড়বে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক