1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বসতি নির্মাণ বন্ধ রাখার পক্ষে আরব লীগ, ইইউ

১৭ সেপ্টেম্বর ২০১০

ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনায় এখন বড় ইস্যু বসতি নির্মাণ৷ ইসরায়েলের অধিকৃত এলাকায় আবারও বসতি নির্মাণ শুরু হলে ভেঙে যেতে পারে আলোচনা৷ তাই বিশ্ব নেতৃবৃন্দের আহ্বান, ইসরায়েল বসতি নির্মাণ বন্ধ রাখুক৷

https://p.dw.com/p/PEDp
বসতি নির্মাণ ভেঙ্গে দিতে পারে এই আলোচনাছবি: AP

বসতি নির্মাণের পক্ষে ইইউ

ইসরায়েল অধিকৃত এলাকায় বসতি নির্মাণ বন্ধের মেয়াদ বাড়াতে হবে৷ এবং সেটা সরাসরি শান্তি আলোচনার স্বার্থে৷ এমনটাই মত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষনেতারা৷ আগামী ২৬ সেপ্টেম্বর এই বসতি নির্মাণ বন্ধ রাখার মেয়াদ শেষ হচ্ছে৷ এরপর আবারো সেখানে বসতি নির্মাণ শুরু করতে পারে ইসরায়েলিরা৷ সেক্ষেত্রে বর্তমান শান্তি আলোচনা ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে৷

নির্মাণের অপেক্ষায় দু’হাজার অ্যাপাটর্মেন্ট

একটি ইসরায়েলি সংগঠন জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি অধিকৃত এলাকায় দু’হাজারেরও বেশি অ্যাপার্টমেন্ট নির্মাণের অপেক্ষায় রয়েছে৷ ২৬ সেপ্টেম্বরের পর এসব নির্মাণ কাজ শুরু হতে পারে৷

Israel Siedler Palästinenser
পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের মেয়াদ কী বাড়াবে ইসরায়েল? (ফাইল ফটো)ছবি: AP

আরব লিগের মন্তব্য

আরব লিগের মহাসচিব আমর মুসা জানিয়েছেন, বসতি নির্মাণ বন্ধের মেয়াদ বাড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আরব লীগের মন্ত্রীপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মুসা৷ তিনি বলেন, ইসরায়েল আসলেই কতটা সমঝোতা চায় তা নির্ভর করছে এই বিষয়ের ওপর৷ তবে সীমান্ত এবং শরণার্থী বিষয়েও আলোচনা চালাতে হবে৷

এখানে বলে রাখা ভালো, এই সপ্তাহে ইসরায়েল এবং ফিলিস্তিনি নেতারা সরাসরি আলোচনায় বসলেও বসতি নির্মাণ বন্ধ রাখার বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি৷ বরং নির্ধারিত মেয়াদের পর পুনরায় বসতি সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সেক্ষেত্রে আলোচনা থেকে সরে আসার হুমকি দিয়েছেন৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও বসতি সম্প্রসারণ বন্ধ রাখার পক্ষে রয়েছেন৷

আরো আলোচনা

হিলারি ক্লিন্টন সিরিয়া এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তি উদ্যোগ পুনরায় শুরুর আশা ব্যক্ত করেছেন৷ বৃহস্পতিবার জর্ডানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি৷ হিলারি বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেল দামাস্কাস এবং বৈরুতের সঙ্গে পরামর্শ শুরুর পথে রয়েছেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন