1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বসনিয়ার যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে চান জোলি

১৬ অক্টোবর ২০১০

অ্যাঞ্জেলিনা জোলি বসনিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে চান৷ বসনীয় যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের উপর তিনি একটি ছবি বানাতে যাচ্ছেন৷ কিন্তু বসনিয়ায় তিনি তাঁর ছবির শুটিং-এর অনুমতি চেয়ে ব্যর্থ হয়েছেন বলে খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/Pfi1
ANGELINA, JOLIE, MADDOX, PAX, ZAHARA, SHILO, অ্যাঞ্জেলিনা, জোলি, হলিউড
নিজের সন্তানদের সাথে জোলিছবি: picture-alliance/jn/ZUMApress

বিশেষ করে এই সম্পর্কিত ভুল বুঝাবুঝি দূর করার জন্যেই হলিউড স্টার জোলি এখন কথা বলতে চাচ্ছেন বসনিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সঙ্গে৷ যুদ্ধে ক্ষতিগ্রস্ত একজন মুসলমান নারীর সঙ্গে তাঁর সার্বীয় ধর্ষণকারীর প্রেমের গল্প জোলির ছবিতে বর্ণিত হয়েছে বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনের পরে, উইমেন ভিক্টিম অব ওয়ার এ্যাসোসিয়েশন বা ডব্লিউভিডব্লিউ এই ব্যাপারে অভিযোগ তোলে৷ এবং এর পরেই, সারায়েভো এবং কেন্দ্রীয় শহর সেনিকায় নভেম্বরে ছবিটির যে শুটিং-এর কথা ছিল তার অনুমতি আর দেওয়া হয়নি জোলিকে৷

বসনিয়ার জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর মাধ্যমে অ্যাঞ্জেলিনা জোলি যে বক্তব্য প্রদান করেছেন, তাতে তিনি বলেছেন, ডব্লিউভিডব্লিউ সংস্থার সব কাজের ব্যাপারেই আমার অনেক শ্রদ্ধা রয়েছে৷ এই হলিউড স্টার বলেন, এই প্রকল্প নিয়ে যদি কোন ভুল বুঝাবুঝি হয়ে থাকে, তা দূর করার জন্যেই আমি ব্যক্তিগতভাবে তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ চাই৷

জোলি বলেন, ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় কী হয়েছে এবং এর শিকার থেকে যাঁরা বেঁচে গেছেন, তাঁদের দিকে নজর দেওয়ার কথা, পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যেই তাঁর প্রথম পরিচালিত ছবিটি বসনিয়ার ওপরে করার একটা কারণ৷ বসনিয়ার যুদ্ধে প্রায় এক লাখ মানুষ প্রাণ হারান৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য