1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বসন্তেও লড়বে তালেবান

১২ এপ্রিল ২০১৯

শান্তি বিষয়ক সংলাপ চলাকালীন তালেবানের নতুন ঘোষণা৷ শীতকালের মতো বসন্তেও বিদেশিদের বিরুদ্ধে চালিয়ে যাবে সশস্ত্র লড়াই, জানিয়েছে তারা৷

https://p.dw.com/p/3GfzM
ছবি: picture-alliance/AP Photo

শুক্রবার এক বিবৃতিতে জঙ্গিগোষ্ঠী তালেবান জানিয়েছে যে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আফগানিস্তানকে বিদেশিমুক্ত করে ইসলামি ব্যবস্থা চালু করা৷ এই উদ্দেশ্যে তারা বিগত শীতের মতো আসন্ন বসন্তকালেও যুদ্ধ চালিয়ে যাবে৷

একাধিক ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে উল্লেখিত ‘বিদেশি শক্তি' বলতে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকদেরই বোঝানো হয়েছে, যাদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে নিয়মিত হামলা চালাচ্ছে তালেবানের জঙ্গিরা৷

সংলাপ কি তবে ব্যর্থ?

দীর্ঘ ১৭ বছর ধরে আফগানিস্তানে তালেবান-বিরোধী যুদ্ধ চলছে৷ এর মধ্যে বেশ কয়েকবার ওয়াশিংটনের পক্ষে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিভিন্ন আফগান রাজনীতিক গোষ্ঠী ও তালেবান নেতৃত্বের মধ্যে আলোচনার জন্য নেওয়া হয়েছে পদক্ষেপ৷

বর্তমানে তালেবানের দখলে আছে আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের কিছু অংশ৷ ফলে আগের মতো শক্তিশালী নয় তারা৷ কিন্তু তবুও আফগানিস্তানে মোতায়েন করা রয়েছে ১৪,০০০ মার্কিন সৈনিক৷

মার্কিন উদ্যোগে শিগগিরই কাতারের রাজধানী দোহায় আরেক দফা সংলাপের প্রস্তুতির কথা জানাচ্ছে বিভিন্ন সংবাদসংস্থা৷ কিন্তু এখনও অব্যাহত মার্কিন ও ন্যাটো বনাম তালেবান সংঘর্ষ৷

এসএস/জেডএইচ (এএফি, এপি, রয়টার্স)