1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বসফরাসের তীরে তুর্কি-জার্মান বংশোদ্ভূত ছেলেমেয়েদের ভীড়

২৯ জুলাই ২০১০

জার্মানির বিশ্ববিদ্যালয়গুলিতে প্রায় দুই লক্ষ জার্মান ছাত্র-ছাত্রী তুর্কি বংশোদ্ভূত৷ এর মধ্যে যারা পড়াশোনা সফলভাবে শেষ করেছে তারা ক্যারিয়ার গড়তে ফিরে যাচ্ছে তুরস্কে, বসফরাসের তীরে৷

https://p.dw.com/p/OXId
এই তুর্কি-জার্মান বংশোদ্ভূত ছেলেটি ক্যারিয়ার গড়তে তুরস্কে ফিরে গেছেছবি: DW

জার্মানিতে অর্থনৈতিক মন্দা, পছন্দমত কাজ না পাওয়ার দরুণ তুর্কি বংশোদ্ভূত ছেলেমেয়েরা আরেক মাতৃভূমির দিকে ফিরে যাচ্ছে৷ জার্মানিতে কোথাও চাকরির আবেদন পত্রে যদি দেখা যায় যে আবেদনকারীর নাম মেমেট অথবা আয়েশা তাহলে সেই কাংখিত চাকরিটি তার পাওয়ার সম্ভাবনা অনেক কম৷ এই তথ্যটি দিয়েছে বনের কাছেই কোবলেন্স বিশ্ববিদ্যালয়৷

২০১০ সালে একটি সমীক্ষা চালিয়েছে বিশ্ববিদ্যালয়টি৷ অর্থনীতি বিষয় নিয়ে পড়াশোনা করেছে এবং বিভিন্ন কোম্পানিতে শিক্ষানবিশের জন্য আবেদন পত্র পাঠিয়েছে এরকম এক হাজার ছাত্র-ছাত্রীর ওপর এই সমীক্ষা চালানো হয়৷ এর মধ্যে ২০ শতাংশ ছিল তুর্কি বংশোদ্ভূত জার্মান৷ তারা জানিয়েছে, ক্যারিয়ার গড়ার জন্য তারা ইস্তানবুলেই ফিরে যেতে আগ্রহী৷ সেখানে অর্থনীতি চাঙ্গা হচ্ছে, চাকরির সুযোগ সুবিধাও আগের চেয়ে অনেক বেশি৷ জার্মানিতে পড়াশোনা করেছে, জার্মান ভাষা জানে – এমন মানুষদের ডাকা হচ্ছে৷ জার্মানদের মত সময় জ্ঞান ও কাজের দক্ষতা আছে এমন পরিশ্রমী মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে ক্যারিয়ারের দরজা৷

তুর্কি ? তাহলেই সমস্যা

কিন্তু তু্র্কিদের আসলেই কী জার্মানিতে কাজ পাওয়া কঠিন? ব্যবসা প্রশাসন নিয়ে পড়াশোনা করেছে ওসাক৷ সে বলল, ‘আমাদের কোন সুযোগ নেই তা আমি বলবো না কিন্তু আমি প্রায়ই শুনেছি, ‘‘ও আচ্ছা, তুমি তাহলে তুর্কি বংশোদ্ভূত, সেটা হলে একটু সমস্যাতো আছেই!''

VW Logo Symbolbild
তুর্কি বংশোদ্ভূত হলে জার্মানিতে কাজ পাওয়া একটু সমস্যাই!ছবি: AP

এবং এই সমস্যাটি তুরস্কে নেই৷ তুর্কি-জার্মানদের সবাই সমানচোখে দেখছে৷ জার্মানিতে উচ্চ পদস্থ কোন পদে একজন জার্মানকেই হয়ত নেওয়া হবে - এই মানসিকতার কারণেই তুর্কি বংশোদ্ভূতরা ভীড় জমাচ্ছে তুরস্কে৷

আইটি বিষয় নিয়ে পড়াশোনা করেছে আলেভ গুনেস৷ সে বলল, ‘‘ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতে হয়৷ প্রমাণ করতে হয় আমি পারি, আমি পারবো, তাহলে আমাকে গ্রহণ করা হবে, আমার যথার্থ মূল্যায়ন হবে৷''

আলেভ গুনেস হাইডেলব্যার্গে পড়াশোনা করেছে, তার জন্মও সেখানে৷ তার মতে, শুধুমাত্র নামের কারণেই যদি ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় তাহলে আর কী বাকি থাকলো ? তুর্কি মানেই তুর্কি! গুনেস আরো জানাল, ‘‘তুর্কি বংশোদ্ভূত, কালো চুল, তুর্কি নাম – এসব দিয়ে আগে বিচার করা হয়, তারপর অন্য কথা৷''

হাতছানি দিয়ে ডাকছে ইস্তানবুল, ডাকছে বসফরাস

ইস্তানবুলে আই টি বিশেষজ্ঞ হিসেবে একটি কোম্পানিতে কাজ করছে গুনেস৷ চাকরি এবং বেতন প্রসঙ্গে সে জানাল, ‘‘জার্মানিতে আমি যা পেতাম এখানেও তাই পাই৷ তখন আমি নিজেই একদিন বললাম, জার্মানিতে যদি আমি এই কাজ করতে পারি তাহলে তুরস্কে কেন নয়? হয়তো সেখানে আমাকে কেউ বিদেশী হিসেবে দেখবে না৷ আমার বিয়ে হয়নি, বাচ্চা নেই, যদি দ্রুত কোন সিদ্ধান্ত নিতে হয় তাহলে এখনই সময়৷ তারপরই আমি চলে আসি এখানে৷ সবকিছু এখানে দারুণভাবেই চলছে৷''

তুরস্কের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠছে৷ সেই অর্থনীতিকে টিকিয়ে রাখতে, এগিয়ে নিয়ে যেতে চাই দক্ষ লোক৷ চাই শিক্ষিত ছেলে-মেয়েদের একটি প্রজন্ম৷ জার্মানি তৈরি করে দিচ্ছে তাদের৷ তুরস্ক তাদের নিজের কোলে টেনে নিচ্ছে আপন করে৷

প্রতিবেদন: আনিয়া কেম্পে/মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক