1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বসিরহাটের একমাত্র নারী টোটো চালক

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৪ ফেব্রুয়ারি ২০১৯

সংসারের হাল ধরতে কিশোরী সোমা টোটো চালনার কাজ নিয়েছেন৷ বসিরহাটে তিনিই একমাত্র নারী টোটো চালক৷ পুরুষশাসিত এই সমাজে প্রতিদিন লড়াই করে টিকে থাকতে হচ্ছে তাঁকে৷

https://p.dw.com/p/3CftX

এখনো কিশোরী৷ কিন্তু এই বয়সেই সে বসিরহাট শহরের টোটো চালক৷ নারী হিসেবে একমাত্র৷ কেবল সংসারের বেহাল অর্থনৈতিক অবস্থার কারণেই অল্প লেখাপড়া শিখে এমন কাজে তিনি নেমে পড়েছেন, যেখানে একমাত্র প্রতিপক্ষ পুরুষ৷ তবুও অসম্ভব লড়াকু মনোভাব নিয়ে একা লড়াই করে যাচ্ছেন৷ তাঁর এই একক লড়াই প্রতি দিন, প্রতি মুহূর্তের৷