1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বস্তির আগুনে বাস্তুহারা স্লামডগ তারকা রুবিনা

৫ মার্চ ২০১১

আগুন লেগে মুম্বই শহরের এক বস্তি পুড়ে ছাই হয়ে গেছে, বাস্তুহারা হয়ে পড়েছেন প্রায় ২,০০০ মানুষ৷ তাদের মধ্যে রয়েছে ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির শিশু তারকা রুবিনা আলি৷

https://p.dw.com/p/10Tub
Rubina, Ali, Qureshi, Dilshad, Khan, Mohideen, Khan, slum, Bandra, Mumbai, India, Latika, Oscar, nominated, film, Slumdog Millionaire, চাচা, মহিউদ্দিন, চাচী, দিলশাদ, খান, তারকা , রুবিনা, বাস্তুহারা, স্লামডগ, বস্তি, আগুন
চাচা মহিউদ্দিন ও চাচী দিলশাদ খান এর সাথে তারকা রুবিনাছবি: AP

অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিয়নেয়ার'এ লতিকার ভূমিকায় অভিনয় করে রুবিনা গোটা বিশ্বের নজর কেড়েছিল৷ আজ তার বয়স ১২৷ থাকে বান্দ্রা এলাকার গরিবনগর বস্তিতে৷ সেখানে আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে৷ দমকলের ৩৪টি গাড়ি কাজে লাগিয়েও বস্তি বাঁচানো সম্ভব হয় নি৷

রুবিনা জানিয়েছে, গোটা পরিবার টেলিভিশন দেখছিল৷ এক প্রতিবেশী এসে আগুন লাগার খবর দেওয়ায় তারা সময় নষ্ট না করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়৷ নিজেদের প্রাণ বাঁচাতে গিয়ে জিনিসপত্রের কথা ভাবার সময় পায় নি কেউই৷ পড়ার বই, ‘স্লামডগ'এর সেটে তোলা ছবি, সংবাদপত্রের প্রতিবেদন সহ অন্যান্য স্মারক পুড়ে ছাই হয়ে গেছে৷ রুবিনার মনে তাই খুবই দুঃখ৷ সে আরও জানালো, এখনো পর্যন্ত কেউ সাহায্য করতেও এগিয়ে আসে নি৷

রুবিনা ও তার পরিবার সর্বস্ব হারালেও ‘স্লামডগ' ছবির অপর শিশু তারকা আজহারউদ্দিন মহম্মদ ইসমাইলের ভাগ্য অনেক বেশি সদয় ছিল৷ সম্প্রতি সে সপরিবারে বস্তি ছেড়ে পাকা বাড়িতে চলে গেছে৷ ছবির নির্মাতাদের কল্যাণে তারা নতুন এই ফ্ল্যাটের মালিকানা হাতে পেয়েছে৷ রুবিনা ও তার পরিবারের জন্যও ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে, তবে এখনো তা পুরোপুরি প্রস্তুত হয় নি৷ বস্তিতে অগ্নিকাণ্ডে বাস্তুহারা হওয়ার পর তারা দ্রুত নতুন ফ্ল্যাটে চলে যেতে পারবে, এমনই আশ্বাস দিয়েছে পরিচালক ড্যানি বয়েল'এর উদ্যোগে গঠিত ট্রাস্টের এক মুখপাত্র৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই