1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঁধনের শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তরা খালাস

৩ সেপ্টেম্বর ২০১০

যুবলীগ নেতা ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করলো পুলিশ৷ সে মামলায় অভিযুক্ত করা হয়নি কাউকে৷ রয়েছে খোকার মেয়র হিসেবে রেকর্ড গড়া নিয়ে প্রতিবেদন৷ সেই সঙ্গে বাঁধনের শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তদের খালাসের খবর৷

https://p.dw.com/p/P35m
সংবাদপত্র আলোচনা (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

ইব্রাহীম হত্যা মামলা

যুবলীগ নেতা ইব্রাহীমের মৃত্যু নিয়ে আজকেও শিরোনাম করেছে একাধিক দৈনিক৷ প্রথম আলোর মূল শিরোনাম, ‘ইব্রাহীম হত্যা মামলা, যাঁর অস্ত্র তিনি আসামি হলেন না কেন?' ইব্রাহীম আহমেদের মৃত্যুর ১৯ দিন পর পুলিশ হত্যা মামলা দায়ের করেছে৷ কিন্তু মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে৷ প্রথম আলো আরো জানাচ্ছে, ইব্রাহীমের পরিবার সন্দেহ করছে সাংসদ শাওনকে বাঁচাতে পুলিশ চেষ্টা চালাতে পারে৷ কেননা, যাঁর অস্ত্র দিয়ে ইব্রাহীম খুন হয়েছে, সেই সাংসদ শাওনকে আসামি করা হয়নি৷ এই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘ইব্রাহীমের মৃত্যু: কালার স্বীকারোক্তিমূলক জবানবন্দি'৷

মেয়র পদে রেকর্ড

দৈনিক কালেরকন্ঠ দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘এক মেয়াদেই সোয়া আট বছর মেয়র'৷ পাঁচ বছরের জন্য সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেও ইতিমধ্যে সোয়া আট বছর পার করে ফেলেছেন সাদেক হোসেন খোকা৷ ফলে এক মেয়াদে সবচেয়ে বেশি সময় মেয়র হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়েছেন তিনি৷ আগামী ডিসেম্বর নাগাদ সিটি করপোরেশন নির্বাচন হতে পারে৷ তাই, আরো তিন-চারমাস এই পদে থেকে নিজের রেকর্ডটা মজবুত করতে চলেছেন খোকা৷

বাঁধনের শ্লীলতাহানিকারীরা খালাস

দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘নববর্ষের রাতে ঢাবিতে শ্লীলতাহানি মামলার তিন আসামি খালাস'৷ ২০০০ সালের ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উদযাপনের সময় একদল তরুণ বাঁধনের শ্লীলতাহানি করে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএস এলাকায় এই ঘটনা ঘটে৷ এর সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে পরবর্তীতে মামলাও করা হয়৷ কিন্তু অভিযুক্ত তিন আসামিকে সম্প্রতি বিচারক বেকসূর খালাস দিয়েছেন৷

৫০ হাজার টাকার চেইনের জন্য শিশু খুন

‘মুন্সীগঞ্জে স্বর্ণের চেইনের জন্য শিশু হত্যা' - জানাচ্ছে দৈনিক সমকাল৷ ১০ বছরের শিশু তৌকিরের গলায় ৫০ হাজার টাকা দামের একটি চেইন ছিল৷ সেটির লোভে সন্ত্রাসীরা তৌকিরকে হত্যা করেছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা