1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঁশির সুরে কলকাতার ক্লান্তি দূর করেন যিনি

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৯ এপ্রিল ২০১৯

কাঁধে ঝোলা ভর্তি নানা মাপের বাঁশি৷ কখনো শহরের রাজপথের পাশের ফুটপাথে, আবার কখনো শহরের সবচেয়ে বড় সাংস্কৃতিক কেন্দ্রের ভিতরে তাঁকে দেখা যায় বাঁশি বাজাতে৷ অধিকাংশ সময়েই তিনি বাজান রবীন্দ্র সংগীত৷

https://p.dw.com/p/3Hdon

আশ্চর্যের কথা, বাংলা শেখা থেকে শুরু করে বাঁশি বাজানো, সবটাই তাঁর একক প্রচেষ্টায়৷ কারো কাছে শেখেননি৷ কলকাতা জনজীবনের ক্লান্তি কিছুটা হলেও বাঁশির সুর দিয়ে দূর করেন অনিল মোহন্ত৷