1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে হারিয়ে প্রমীলা ক্রিকেটে চ্যাম্পিয়ন পাকিস্তান

১৯ নভেম্বর ২০১০

প্রমীলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান গেমসে প্রথম সোনা জিতল পাকিস্তান৷ গুয়াংজো এশিয়াডের প্রমীলা ক্রিকেটের ফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল পাকিস্তানি নারী ক্রিকেটাররা৷

https://p.dw.com/p/QDT6
Logo, Asian, Games, 2010, এশিয়ান গেমস, ২০১০, লোগো, বাংলাদেশ, প্রমীলা ক্রিকেট, চ্যাম্পিয়ন, পাকিস্তান
এশিয়ান গেমস ২০১০ এর লোগো

পাকিস্তানের ক্রিকেট অঙ্গন যখন পুরুষ খেলোয়াড়দের পাতানো খেলা আর আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিপর্যস্ত, ঠিক তখনই নারী ক্রিকেটারদের এই সাফল্য একটা বড় আনন্দের খবর হয়ে ঘুরছে দেশটির ক্রিকেট-অনুরাগী জনতার মুখে মুখে৷ পাকিস্তানি প্রমীলা ক্রিকেট দলের অধিনায়ক সানা মির সেকথাই জোর দিয়ে বললেন নিজেদের জয়ের পর৷

দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন সানা মিরের বাহিনীকে৷ যাহোক, সানা মিরের ভাষায়, ‘‘পুরুষদের ক্রিকেট নিয়ে যাকিছুই ঘটুক না কেন, আমি জানি না যে, তার কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা৷ তবে আজকে মেয়েরা মাঠের ভেতরে এবং বাইরে যেভাবে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে তা দেশে এবং বিদেশে বসবাসরত সকল পাকিস্তানির জন্য গর্বের বিষয়৷''

শুক্রবার ফাইনালে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ৷ সবগুলো উইকেট হারিয়ে ৯২ রান তোলে অধিনায়ক সালমা খাতুনের দল৷ সর্বোচ্চ ২৪ রান তোলেন সালমা৷ জবাবে পাকিস্তানি ওপেনার নিদা রশিদ এবং জাভেরিয়া ওয়াদুদ দু'জনেই তাড়া করে লক্ষ্যে পৌঁছে যান৷ ৪১ বল খেলে ৫১ রানে অপরাজিত নিদা৷ মারেন সাতটি চার৷ এছাড়া ১৬ রান দিয়ে চারটি উইকেট নেন নিদা৷ এদিকে, ৫১ বল খেলে ৩৯ রান তোলেন জাভেরিয়া৷ তাঁর ইনিংসে ছিল তিনটি চার৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য