1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে হেয় করতেই অস্ট্রেলিয়ার এই উদ্যোগ?

সমীর কুমার দে ঢাকা
৩ নভেম্বর ২০১৭

নতুন করে ‘জঙ্গি হামলার পরিকল্পনার নির্ভরযোগ্য তথ্য’ থাকার কথা বলে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছে৷ তাতে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক কূটনীতিকরা৷

https://p.dw.com/p/2myWu
Bangladesch Polizei Moschee Islam
ছবি: picture-alliance/NurPhoto/Z. Chowdhury

তাঁরা মনে করেন, সরকারের উচিত এর প্রতিবাদ করে অস্ট্রেলিয়ার কাছ থেকে তথ্য চাওয়া৷ তারা তথ্য দিতে না পারলে বুঝতে হবে এর পেছনে অন্য কিছু আছে৷

অষ্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)-এর ওয়েবসাইটে শুক্রবার বলা হয়েছে, বাংলাদেশ সন্ত্রাসী হামলার ‘বড় ধরনের হুমকিতে' রয়েছে৷ যে অস্ট্রেলিয়ার নাগরিকরা এখন বাংলাদেশে আছেন, তাদের সতর্ক থাকতে হবে এবং চারপাশের পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে৷ সেই সঙ্গে নিতে হবে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা৷ আর যারা বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে৷ ঠিক কী ধরনের তথ্যের ভিত্তিতে অষ্ট্রেলিয়া তাদের নাগরিকদের জন্য এই ধরনের সতর্কবার্তা দিলো, তা স্পষ্ট করে বলেনি ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড৷ 

L. G. Harun Ur Rashid 03.11.17 - MP3-Stereo

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশকে হেয় করতেই এই সতর্কবার্তা দেয়া হয়েছে৷ বাংলাদেশে এমন কিছু ঘটেনি যে, তারা এটা দিতে পারে৷ বাংলাদেশ সরকারের উচিত তাদের কাছে জানতে চাওয়া, কী তথ্যের ভিত্তিতে তারা এটা করলো৷ সেই তথ্য যদি তারা না দেয়, তাহলে বুঝতে হবে এর পেছনে অন্য কিছু আছে৷ তথ্য না দিয়ে শুধু সতর্কবার্তা দিলে তো আর হবে না৷ বাংলাদেশে যেদিন হোলি আর্টিজানের ঘটনা ঘটল, ঠিক একইদিন অস্ট্রেলিয়ার সিডনিতে পুলিশ হেডকোয়ার্টারের সামনে দুই জনকে হত্যা করা হয়েছিল৷ বাংলাদেশ কি ওই ঘটনার পর সতর্কতা দিয়েছিল? অথচ তারা তখন সতর্কতা দিল, সঙ্গে আরো অনেক কথাও বললো৷''

সতর্কবার্তায় অস্ট্রেলিয়া গত বছরের পহেলা জুলাই ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা এবং গত মার্চে শাহজালাল বিমানবন্দরের সামনে চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে সেখানে৷ বলা হয়েছে, বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী এখনও উচ্চ সতর্কতা বজায় রেখেছে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে প্রায়ই সন্ত্রাসীদের গ্রেপ্তারের ঘটনা ঘটছে৷ নতুন করে জঙ্গি হামলার ঝুঁকি রয়ে গেছে ‘আগের মতোই'৷

যেসব বিপণি বিতানে নিয়মিত বিদেশিদের যাতায়াত আছে, সেসব এলাকায় বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ মোটর গাড়ি ছাড়া তাঁদের বাইরে চলাফেরা না করতে বলেছে দেশটির পররাষ্ট্র দপ্তর৷ অষ্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে এই সতর্কবার্তা তুলে ধরে বলা হয়েছে, বাংলাদেশে সম্ভাব্য ওই সন্ত্রাসী হামলার লক্ষ্য হতে পারে পশ্চিমা দেশগুলোর নাগরিকেরা৷

M. Jamir 03.11.17 - MP3-Stereo

অস্ট্রেলিয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, আদালত, বিদেশি সরকারের স্থাপনা, নিরাপত্তা বাহিনী ও পুলিশের স্থাপনা, দূতাবাস, হোটেল, ক্লাব, রেস্তোরাঁ, বার, স্কুল, বিপণিবিতান, ব্যাংক, প্রেক্ষাগৃহ, গণপরিবহন, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পর্যটন ও ঐতিহাসিক স্থান সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে৷ বাংলাদেশের আরেকজন সাবেক কূটনীতিক মোহাম্মদ জমির ডয়চে ভেলের প্রশ্নের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘‘বাংলাদেশের তো উচিত লন্ডনে অবস্থানকারী বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি করা৷ সেখানে কয়েকদিন আগে গাড়ি চালিয়ে ৮ জনকে হত্যা করা হয়েছে৷ বিশ্বের বিভিন্ন দেশ যখন সন্ত্রাসী হামলায় আক্রান্ত, সেখানে বাংলাদেশে বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো৷ সাংবাদিকদের উচিত অস্ট্রেলিয়া দূতাবাসের কাছে জানতে চাওয়া, কী কারণে তারা এই সতর্কতা জারি করলো? পাশাপাশি সাংবাদিকদের এর প্রতিবাদ করাও উচিত৷ এই মুহুর্তে আমি বাংলাদেশে এই ধরনের সতর্কতা জারির কোনো কারণ দেখি না৷''