1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি তথ্যকল্যাণীদের বিশ্বজয়

আরাফাতুল ইসলাম৭ মে ২০১৩

তথ্যকল্যাণী – প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন সেবা প্রদান করেন তাঁরা৷ চলতি বছর ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’-এর একটি বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করেছেন তথ্যকল্যাণীরা৷

https://p.dw.com/p/18TLd
ছবি: D.net/Amirul Rajiv

‘‘এই স্বীকৃতি একটি দীর্ঘ পরিশ্রমের ফসল, তাই খুবই আনন্দিত বোধ করছি৷ তবে কোনো পুরস্কারের প্রত্যাশায় এই কাজ আমরা শুরু করি নি৷’’ – ডয়চে ভেলেকে একথা বলেন অনন্য রায়হান৷ বেসরকারি উন্নয়ন সংস্থা ডি.নেট-এর নির্বাহী পরিচালক তিনি৷ বাংলাদেশে তথ্যকল্যাণীদের যাত্রা শুরু হয়েছে এই সংস্থার মাধ্যমে৷ দ্য বব্স ২০১৩-এর ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’ বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করেছে তথ্যকল্যাণী প্রকল্প

তথ্যকল্যাণী কারা?

নাম থেকেই দুটি বিষয় পরিষ্কার বোঝা যায়৷ তথ্যকল্যাণী একজন নারী এবং মূলত তথ্যসেবা প্রদান করেন তিনি৷ একজন তথ্যকল্যাণী উপযুক্ত প্রশিক্ষণের পর তাঁর নিজের এলাকায় কাজ করেন৷ তাঁর বাহন হিসেবে থাকে একটি বাইসাইকেল আর তথ্য সুবিধা প্রদানের জন্য ল্যাপটপ এবং বিভিন্ন ছোটখাট চিকিৎসা উপকরণ৷ তথ্যকল্যাণী কৃষকদেরকে বিভিন্ন তথ্য সেবা প্রদান থেকে শুরু করে নারীর আইনি অধিকার সম্পর্কে তাঁদের সচেতন করা এবং স্বল্প পরিসরে বিভিন্ন স্বাস্থ্য সেবাও প্রদান করেন৷

অনন্য রায়হান জানান, বর্তমানে ৭৯ জন তথ্যকল্যাণী বাংলাদেশের ৭টি অঞ্চলে কর্মরত আছেন এবং এই তথ্যকলাণীদের মাধ্যমে গ্রাম পর্যায়ে প্রায় ৪ লক্ষ মানুষ তথ্যকল্যাণীদের সেবার আওতায় রয়েছে৷ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরো ২৫০ জন তথ্যকল্যাণীকে নির্বাচন করে মাঠে নামানোর কাজ প্রক্রিয়াধীন আছে৷

যেভাবে কাজ করেন তথ্যকল্যাণীরা

তথ্যকল্যাণীদের সহায়তায় ‘ইনফোসেন্টার’ রয়েছে, যেখান থেকে মোবাইল, ইন্টারনেট এবং ভিডিও চ্যাটের মাধ্যমে তথ্যকল্যাণীদেরকে বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করা হয়৷ পাশাপাশি তাঁদের জন্য রয়েছে বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক সিডি৷ আর সাইকেল হচ্ছে পল্লী অঞ্চলে তথ্যকল্যাণীদের যাতায়াতের মূল মাধ্যম৷ অনন্য রায়হান বলেন, ‘‘তথ্যকল্যাণী নিজের কর্ম এলাকার স্থানীয় বাসিন্দা, যিনি তাঁর নিজের পরিচিত গণ্ডির মধ্যেই সেবা দিয়ে থাকেন৷’’

Infolady Projekt gewinnt Global Media Forum Auszeichnung
চিকিৎসা সেবা দিয়ে থাকে তথ্যকল্যাণীরাছবি: D.net/Amirul Rajiv
Infolady Projekt gewinnt Global Media Forum Auszeichnung
তথ্যকল্যাণীদের সেবা প্রদানের বাহন সাইকেল আর হাতিয়ার ল্যাপটপছবি: D.net/Amirul Rajiv

বাংলাদেশের যেসব এলাকায় আধুনিক সুযোগ সুবিধা নেই, প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্য সেবা পাবার জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয় এবং সময়োপযোগী তথ্যের যথেষ্ট সরবরাহ নেই, মূলত সেসব জায়গাতেই তথ্যকল্যাণীরা কাজ করছেন৷

অনন্য বলেন, ‘‘তথ্যকল্যাণী একটি স্বাধীন পেশা, যেখানে তাঁকে কারও ওপর নির্ভর করতে হয় না এবং নিজ এলাকায় নিজের পরিচিত গণ্ডির মধ্যে সেবা প্রদানও তাঁর জন্য অনেকটাই স্বস্তিকর বিষয়৷’’

গ্লোবাল মিডিয়া ফোরাম অ্যাওয়ার্ড

চলতি বছর গ্লোবাল মিডিয়া ফোরামের মূল উপজীব্য হচ্ছে ‘‘প্রবৃদ্ধি, অর্থনৈতিক শক্তির ভবিষ্যত এবং প্রচার মাধ্যম’’৷ দ্য বব্স প্রতিযোগিতার একটি বিভাগের নামও গ্লোবাল মিডিয়া ফোরাম, যার বিষয়বস্তু নির্ধারণ করা হয় ফোরামের মূল উপজীব্যকে ভিত্তি করে৷ এরকম সুনির্দিষ্ট বিষয়ের জন্য প্রতিযোগী নির্ধারণ সহজ কাজ নয়৷ তবে বাংলা ভাষার বিচারক প্রখ্যাত আলোকচিত্রী এবং ব্লগার ড. শহীদুল আলম এই কাজটি সফলতার সঙ্গেই করেছেন৷ আর তাঁর সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে গত সপ্তাহে বার্লিনে অনুষ্ঠিত দ্য বব্স প্রতিযোগিতার বিচারকদের বৈঠকে৷ বাংলাদেশের তথ্যকল্যাণী প্রকল্পটি প্রতিযোগিতার ১৫ জন বিচারকের মধ্য থেকে নয়জনের সমর্থন অর্জনে সক্ষম হয়৷ ফলে আরো ১৩টি ভাষার বিভিন্ন সামাজিক উদ্যোগকে হারিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে নেয় তথ্যকল্যাণী প্রকল্প৷

স্বাভাবিকভাবেই বাংলা ভাষার এই অর্জনে সন্তুষ্ট শহীদুল আলম৷ ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বাংলাদেশের একটি প্রকল্প পুরস্কার পেয়েছে, তাতে তো মজা পাবোই৷ তথ্যকল্যাণীরা তথ্যপ্রযুক্তির বিভিন্ন সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিচ্ছেন৷ আর এর মাধ্যমেই হচ্ছেন স্বনির্ভর৷’’

অন্যদিকে অনন্য রায়হান বলেন, ‘‘দিনে দিনে তথ্যকল্যাণীরা সমাজের সব মানুষের কাছে গুরুত্বপূর্ণ মানুষে পরিণত হয়ে উঠছে৷ কাজেই অর্থনৈতিক বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ এবং একই সাথে টেকসই প্রকল্প, সে কথা নিশ্চিত ভাবেই বলা যায়৷’’

উল্লেখ্য, আগামী ১৭ থেকে ১৯শে জুন জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে দ্য বব্স-এর জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷ অন্যান্যদের সঙ্গে বাংলাদেশের প্রত্যন্ত পল্লীর এক তথ্যকল্যাণীও থাকবেন সেই অনুষ্ঠানে৷ বাংলাদেশের সংগ্রামী নারীদের প্রতিনিধি হিসেবে পুরস্কার গ্রহণ করবেন তিনি৷

Webseiten der diesjährigen Bobsgewinner 2013
তথ্যকল্যাণীদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.pallitathya.org.bd/infolady/ এই ওয়েবসাইটেছবি: pallitathya.org.bd/infolady
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য