1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের অগ্রগতি তুলে ধরছে বিশ্বব্যাংক

১৮ অক্টোবর ২০১৬

১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ ছিল বাংলাদেশ৷ এখন অবস্থান ৬৪ নম্বরে৷ বাংলাদেশের এই অগ্রগতি অন্য দেশগুলোর জন্য অনুকরণীয় বলে মনে করছে বিশ্বব্যাংক৷

https://p.dw.com/p/2RNjm
Bangladesch Dhaka Frau sortiert Plastikmaterial
ছবি: picture-alliance/Zumapress/Suvra Kanti Das

বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি দিতে সোমবার ‘আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস' পালিত হয় ঢাকায়৷ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম উপস্থিত ছিলেন সেখানে৷ এছাড়া দুটি হ্যাশট্যাগ - #প্রসপারবাংলাদেশ ও #আগাওবাংলাদেশ - ব্যবহার করে ফেসবুক আর টুইটারে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির খবর তুলে ধরা হচ্ছে৷ বিশ্বব্যাংক বলছে, ‘‘স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ধারাবাহিকভাবে সংশয়বাদীদের ভুল প্রমাণ করে এসেছে৷ ১৯৭৪ সালের পর থেকে সেখানে কোনো দুর্ভিক্ষ হয়নি৷ ১৯৯১ থেকে ২০১০ সালের মধ্যে ২০ মিলিয়নেরও বেশি মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে৷''

বাংলাদেশ সফরে যাওয়ার আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বাংলাদেশের কয়েকটি অনুপ্রেরণামূলক কাহিনি শোনানো হয়েছে৷

এরপর বাংলাদেশে পৌঁছে তিনি আরেকটি টুইট করেন৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অবিস্মরণীয় সাফল্য আমাদের আশা দেখায় যে, অন্য দেশও সেটা করতে পারে৷''বিশ্বব্যাংক তাদের এক ফিচার প্রতিবেদনে বাংলাদেশের বরিশালের হালিমার সাফল্যের কথা উল্লেখ করেছে৷ ২০১২ সালে বিশ্বব্যাংকের এক প্রকল্পের আওতায় পাঁচ হাজার টাকা ঋণ পান তিনি৷ সেই টাকা দিয়ে মুরগী ও ছাগল কেনেন৷ এখন তাঁর প্রতিমাসে আয় ৫৩ হাজার টাকা বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে৷

সৌরবিদ্যুতে বাংলাদেশের সাফল্যের ভিডিও টুইট করেছে বিশ্বব্যাংকের জ্বালানি বিষয়ক বিভাগ৷ এতে বলা হয়েছে, এক দশক আগে বাংলাদেশের ৫০ শতাংশেরও কম নাগরিকের বিদ্যুৎ ব্যবহারের সুবিধা ছিল৷ এখন সেটি ৭৮ শতাংশে দাঁড়িয়েছে৷

শিক্ষা, নিরাপদ পানি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নেয়া পদক্ষেপ বিষয়ে বাংলাদেশের সফলতা নিয়ে বিশ্বব্যাংকের আরও কয়েকটি টুইট৷

২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ সঠিক পথেই আছে এবং আশা করা যায়, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ চরম দারিদ্র্য দূর করে দেখাতে পারবে৷ 

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য