1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ

১৩ ফেব্রুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির ছয় সদস্য বাংলাদেশের গণতন্ত্র পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে তাঁরা এই প্রতিক্রিয়া জানান৷

https://p.dw.com/p/3DHar
Bangladesch - DW Chefredakteurin Ines Pohl, Leiterin DW-Asien Debarati Guha treffen Premierminister Sheikh Hasina in Dhaka
ছবি: DW

কমিটির চেয়ারম্যান ইলিয়ট এঙ্গেলসহ ছয় সদস্যের স্বাক্ষর করা ঐ চিঠিতে তাঁরা বাংলাদেশের গণতন্ত্র নেতিবাচক পথে হাঁটছে বলে মন্তব্য করেন৷ এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে প্রতিক্রিয়া জানাতে চাইছে, তা-ও জানতে চেয়েছে ঐ কমিটি৷

বাংলাদেশের সবশেষ নির্বাচনে ব্যাপক অনিয়মের খবরে দেশটির গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন মার্কিন কংগ্রেসের সদস্যরা৷

তাঁরা বলেন,  বাংলাদেশের একটি শক্তিশালী ও গর্ব করার মতো গণতান্ত্রিক ঐতিহ্য আছে৷ তাই নির্বাচনি প্রচারণার সময় সহিংসতা, গণগ্রেপ্তার ও বাক-স্বাধীনতার উপর হামলার খবরে হতাশা প্রকাশ করেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যরা৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে তাঁরা ভোটগ্রহণ শুরুর আগে সাংবাদিকদের ব্যালটভর্তি বাক্সের সন্ধান পাওয়া এবং নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা দিতে সমস্যা তৈরির বিষয়টিও উল্লেখ করেন৷

এদিকে, এই চিঠি প্রকাশের কয়েক ঘণ্টা পর সেনেটে এক শুনানিতে অংশ নেন  ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন৷ তিনি বলেন, বাংলাদেশে ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদলীয় শাসন চালু করতে চাইছেন বলে আশঙ্কা বেড়েছে৷

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য