1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের খাদ্য সহায়তা

১৫ মার্চ ২০১০

বাংলাদেশকে দুই কোটি ১২ লাখ ডলার খাদ্য সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন৷ খাদ্যদ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষের জীবনযাত্রাকে সহজতর করাই এই সহায়তার উদ্দেশ্য৷

https://p.dw.com/p/MTEN
ফাইল ছবিছবি: DW

ইউরোপীয় কমিশনের বাংলাদেশ দপ্তর থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে৷ বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের কৃষকদের কাছে নগদ অর্থ, কৃষিসামগ্রী এবং অন্যান্য উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে পাঁচটি কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হবে৷ ইইউ বাংলাদেশের কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে এই খাদ্য সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে রবিবার৷

এই বিষয়ে ঢাকায় ইইউ প্রতিনিধি দলের প্রধান স্টেফান ফ্রোয়েন বলেন, ‘‘কৃষি উৎপাদন বাড়াতে দেশটির গরিব কৃষকরা এবং ক্ষুদ্র উৎপাদনকারীরা যেসব সমস্যা এবং হুমকির সম্মুখীন হয়, সেসব বাধা দূর করতেই এই অর্থ ব্যয় করা হবে৷'' তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার ১৫ টি জেলার এক লাখ ৩১ হাজার মানুষ এই কর্মসূচির আওতায় সুযোগ-সুবিধা পাবে৷''

দেশটির কৃষকদের সহায়তায় ২০১১ সালের অক্টোবর মাস পর্যন্ত সময়ে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ এসব কর্মসূচি বাস্তবায়ন করবে৷ এসব কর্মসূচির মধ্যে রয়েছে কৃষি উপকরণ সরবরাহ, ক্ষুদ্র ঋণ বিতরণ, প্রশিক্ষণ এবং সেফটি নেট কার্যক্রম বাস্তবায়ন৷ উল্লেখ্য, বিশ্ব খাদ্য নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় ২০০৮ সালে ইউরোপীয় সংসদ এবং কাউন্সিল ১.৩৮ বিলিয়ন ডলারের ‘খাদ্য সুবিধা' তহবিল গঠন করেছিল৷

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক