1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের পত্র-পত্রিকার প্রধান প্রধান খবর

২ এপ্রিল ২০১০

আজকের পত্র-পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে রয়েছে, বিদেশে পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনতে টাস্কফোর্স, হত্যা মামলায় বসুন্ধরার মালিককে জিজ্ঞাসাবাদ করার ঘোষণা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন৷

https://p.dw.com/p/MloI
ইন্টারপোলের লোগোছবি: AP

বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি এবং যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন

দৈনিক কালের কণ্ঠের খবর, বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, যুদ্ধাপরাধী এবং শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার আইনমন্ত্রীর নেতৃত্বে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে৷ ইন্টারপোলের মাধ্যমে অপরাধীদের অবস্থান নিশ্চিত করার পর তাদের দেশে আনা হবে৷ বঙ্গবন্ধু হত্যা মামলার রায় এবং পাঁচজনের ফাঁসি কার্যকর সংক্রান্ত কাগজপত্র, যুদ্ধাপরাধের বিচারের লক্ষ্যে গঠিত তদন্ত সংস্থার রিপোর্ট এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার কাগজপত্র সংশ্লিষ্ট দেশগুলোর কাছে হস্তান্তরের মাধ্যমে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করা হবে, বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে৷

এদিকে, যায়যায়দিন পত্রিকা বলছে, জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, বর্তমান আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ১ হাজার ৭৭৫ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ আগামী রবিবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করবে ওয়ার ক্রাইম ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি৷ ঐ কমিটি যুদ্ধাপরাধী হিসেবে ১ হাজার ৭৭৫ জনের একটি তালিকা তৈরি করেছিল দুই বছর আগে৷ এই তালিকা অনুযায়ী যুদ্ধাপরাধীদের মধ্যে রয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর ৩৬৯ জন সদস্য, রাজাকার ১ হাজার ১ জন, আলবদর ৬৯ জন, বিহারি দালাল ৭৮ জন, বিভিন্ন রাজনৈতিক দলভুক্ত ১০৬ জন ও শান্তি কমিটির সদস্য ১৫২ জন৷ যুদ্ধাপরাধীদের এই তালিকা রবিবার তুলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত দলের কাছে৷

খুনের মামলায় বসুন্ধরার মালিককে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

দৈনিক প্রথম আলোর আজকের অন্যতম শীর্ষ খবরের মধ্যে রয়েছে, পুরান ঢাকার ৭০ নম্বর ওয়ার্ডের সদস্য আহাম্মদ হোসেন হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷ ঐ খুনের মামলায় গ্রেপ্তার হওয়া কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দীন আহমদের দেওয়া তথ্যে শাহ আলমের নাম আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহবুব আলমের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আহাম্মদ হোসেন হত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বসুন্ধরার চেয়ারম্যানকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডাকা হবে৷ কারণ, গ্রেপ্তার হওয়া নাজিমউদ্দীনের বক্তব্যে শাহ আলমের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে৷ তবে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পুলিশের এ ধরণের বক্তব্য সম্পূর্ণ অসত্য ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত৷ নিহত ব্যক্তির সঙ্গে বসুন্ধরা গ্রুপের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই, কোনো লেনদেনও ছিল না৷ তাই তাঁর সঙ্গে দ্বন্দ্ব থাকারও প্রশ্নই ওঠে না৷'

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন

দৈনিক কালের কণ্ঠের আরেকটি শীর্ষ খবর, বিকল্প বিদ্যুৎ উৎস ব্যবহারের বিষয়ে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে৷ বাসসের সূত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোলার প্যানেলের বোতাম টিপে তাঁর কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন৷ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রায় এক কোটি টাকা ব্যয়ে ২০ পয়েন্ট ১৬ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেলটি স্থাপন করেছে৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুতের মোট ১২৬টি সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে৷ প্রতিটি প্যানেলের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ১৬০ ওয়াট৷ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় চত্বরে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন৷ পরে দেশের বিদ্যুৎ ও জ্বালানির আরো উন্নয়নে সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়৷

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর খবরটি প্রায় সকল পত্রিকা গুরুত্বের সাথে তুলে ধরলেও, পরীক্ষার সাথে লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টির উপর জোর দিয়েছে দৈনিক যুগান্তর এবং যায়যায়দিন৷ পত্রিকাগুলো বলছে, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সারাদেশ থেকেই এ পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের খবর পাওয়া গেছে৷ ঢাকার বাইরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ বিষয়ের প্রশ্ন পৌঁছেনি৷ ফলে পার্শ্ববর্তী উল্লাপাড়া থেকে প্রশ্ন এনে সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০টায় পরীক্ষা শুরু করা হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ এবং ছাত্রদের সহায়তার দায়ে একজন মাদ্রাসা শিক্ষক পুলিশের হাতে আটক হয়েছেন৷ বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বহিষ্কারের তুলনায় পরীক্ষায় অনুপস্থিতির হার বেশি৷ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রথমদিন সারাদেশে মোট ৫ হাজার ৭৫২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল৷ আর বহিষ্কার হয়েছে ৪৭ জন৷ পরীক্ষা চলার সময় দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের লোডশেডিংয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে৷ গরম আর লোডশেডিংয়ে পরীক্ষার্থীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়