1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের পাহাড়ে উত্তেজনা

২২ ফেব্রুয়ারি ২০১০

পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়িতে শনিবারের সংঘর্ষের পর এপর্যন্ত ৩ জন আদিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ আদিবাসী নেতারা দাবী করেছেন তাদের আরো অন্তত ১০ জন আদিবাসী নিখোজ রয়েছেন৷ এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

https://p.dw.com/p/M8EY
পার্বত্য চট্টগ্রাম জন সংঘতি সমিতির প্রেসিডেন্ট সন্তু লার্মাছবি: DW / Sarowar

ওই এলাকায় এখনো ১৪৪ ধারা বলবত আছে৷ আদিবাসী নিহত হওয়ার প্রতিবাদে সোমবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে ৷ হামলা হয়েছে পুলিশের গাড়িতে৷

এই পরিস্থিতিতে আদিবাসী আন্দোলনের সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল ডয়চে ভেলেকে জানান, ভূমি সমস্যার সমাধান না হওয়ায় এসব সহিংস ঘটনা ঘটছে৷ পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী আদিবাসীদের জন্য আজও ভূমিকমিশন গঠন করা হয়নি৷ তিনি বাঘাইছড়ির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে মূল অপরাধীদের খুজে বের করার দাবি জানিয়েছেন৷

অন্যদিকে, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং ডয়চে ভেলেকে জানান, অতীতে আদিবাসীদের ওপর অনেক নির্যাতন হয়েছে তারই ধারাবাহিকতা এটি৷ অতীতের ঘটনার বিচার হলে বাঘাইছড়ির ঘটনা ঘটত না৷

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বাঘাইছড়ির ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন৷ তবে তার কথার উপর পুরোপুরি আস্থা রাখতর পারছেন না সঞ্জীব দ্রং৷ আর এই ঘটনায় সংসদীয় কমিটির তদন্ত দাবী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক