1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে অনিবন্ধিত রোহিঙ্গা

১০ মার্চ ২০১০

ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস এক সংগঠনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিবন্ধন ছাড়া বছরের পর বছর ধরে বাংলাদেশে বসবাস করা হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে৷

https://p.dw.com/p/MOZN
তীব্র অপুষ্টিতে ভুগছে বাংলাদেশের হাজারো রোহিঙ্গা শরণার্থীছবি: AP

মানবাধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটির গবেষণা ও অনুসন্ধান বিভাগের পরিচালক রিচার্ড সলোম বলেন, অরক্ষিত এই জনগোষ্ঠিকে এভাবে অভুক্ত এবং রাষ্ট্র ছাড়া রাখা অযৌক্তিক৷

প্রতিবেদনটিতে বলা হয়, প্রতি পাঁচজন বার্মিজ মুসলিম শিশুর মধ্যে একজন অনিবন্ধিত শরণার্থী শিবিরে অবস্থান করছে৷ আর তারা তীব্র অপুষ্টিতে ভুগছে৷ কারণ, সেখানে তারা কোন খাবার ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাচ্ছে না৷ এর ফলে ক্ষুধা জনিত মৃত্যুর ঘটনাও ঘটছে৷

এই গবেষণামূলক প্রতিবেদনটিতে বলা হয়, পাঁচ বছরের বয়সের নিচে ১৮ শতাংশ রোহিঙ্গা শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের ৫৫ শতাংশ ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছে৷ ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস সংগঠনটি এই বিষয়ে বাংলাদেশ সরকার ও জাতিসংঘকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে করে সার্বিক অবস্থার উন্নত করার আহবান জানিয়েছে৷

Rohingya Flüchtlinge
রোহিঙ্গা শরণার্থীরা ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন স্থানেছবি: AP

একই সঙ্গে এই সংগঠনটি বলছে, স্থানীয় পুলিশ বিভিন্ন সময়ে অনিবন্ধিত রোহিঙ্গা শরনার্থীদের গ্রেফতার করছে৷ পুলিশ এই রোহিঙ্গা শরণার্থীদের গ্রেফতার করছে, এক সাথে অনেককে কারাগারে আটক করে রাখছে এবং সীমান্ত পার হয়ে মিয়ানমারে ফিরতে বাধ্য করছে৷ তারা এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করেছে এবং গ্রেফতারের সমালোচনা করছে৷ তবে বার্তা সংস্থা এ এফ পি জানিয়েছে, অনিবন্ধিত রোহিঙ্গা শরনার্থীদের বিষয়ে প্রকাশিত এ সংবাদকে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে উল্লেখ করেছে বাংলাদেশ সরকার৷

মিয়ানমার সিমান্তবর্তী কুতুপালং এলাকার স্থানীয় পুলিশ প্রধান বলেন, তারা বেআইনিভাবে প্রবেশকৃত রোহিঙ্গাদের গ্রেফতার করে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছেন৷

জাতিসংঘের তথ্যানুযায়ী সীমান্ত পার হয়ে হাজার হাজার রোহিঙ্গা প্রতি বছর মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে৷ বাংলাদেশে বর্তমানে জাতিসংঘের শরণার্থী শিবিরে ২৮ হাজার রোহিঙ্গা অবস্থান করছে৷ তবে, বাংলাদেশ সরকারের তথ্যানুযায়ী দুই থেকে তিন লাখ রোহিঙ্গা অনিবন্ধিতভাবে বসবাস করছে৷

প্রতিবেদন : আসফারা হক

সম্পাদনা : সাগর সরওয়ার