1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের বিরোধী নেত্রীর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

২৭ ফেব্রুয়ারি ২০১০

বাংলাদেশের বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার৷ তবে, বিএনপির দাবি অনুযায়ী তাদের নেত্রীকে বিশেষ বাহিনী এসএসএফ নিরাপত্তা দেয়া হবে কিনা তা এখনো জানা যায়নি৷

https://p.dw.com/p/ME4J
ফাইল ফটোছবি: Mustafiz Mamun

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শনিবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় এই নির্দেশ দিয়েছেন তিনি৷ এই প্রসঙ্গে সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তবে তিনি এও বলেন, শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন তাঁর নিরাপত্তা বাতিল করা হয়েছিল৷

খালেদা জিয়ার নিরাপত্তা বাড়ানো বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘‘আমরা বলেছিলাম যেন তাকে এসএসএফ নিরাপত্তা দেয়া হয়৷ কিন্তু আমরা ঠিক জানিনা যে তাঁর নিরাপত্তা কীভাবে কতটা বাড়ানো হচ্ছে৷ এটা যদি পর্যাপ্ত হয় তাহলে তো এটা খুবই আনন্দের বিষয় হবে৷''

বর্তমান আইনী কাঠামোতে বিরোধী নেত্রীকে এসএসএফ নিরাপত্তা দেয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘‘আইনী কাঠামো পরিবর্তন করা তো সরকারের দায়িত্ব৷ আইনী কাঠামোতে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের জন্যও ছিলনা৷ তারাতো আইন পরিবর্তন করে সেটা করেছেন৷'' তিনি আরও বলেন, ‘‘তিনবারের প্রধানমন্ত্রী এবং বর্তমানের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং এদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ তিনি৷ অতএব তারজন্য প্রয়োজনে আইনের পরিবর্তন করাও সরকারের পক্ষে সম্ভব এবং উচিত বলে আমরা মনে করি৷''

প্রসঙ্গত, বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে সম্প্রতি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধারের পর বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটি৷ সংবাদ সম্মেলনে তারা খালেদা জিয়ার জন্য এসএসএফ নিরাপত্তা দাবি করে৷ তবে, সরকার বিরোধী নেত্রীর নিরাপত্তা কীভাবে বা কতটা বাড়াবে তা এখনো বিস্তারিত জানা যায়নি৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন