বাংলাদেশের মুক্তিযুদ্ধ | পাঠক ভাবনা | DW | 03.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলাদেশের মুক্তিযুদ্ধ

ডয়চে ভেলে থেকে প্রচারিত বিশেষ পর্বে সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম শফিউল্লাহ (বীর উত্তম) এর সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম৷

দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি৷ অথচ আমরা দেখতে পাই যে, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪০ বছর পরও আমরা কিছু কিছু ক্ষেত্রে পরাধীন হয়ে আছি৷ যেমন আমাদের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্যই ছিল পরাধীনতার শৃংখল থেকে মুক্তি, ক্ষুধা, দরিদ্রতা, স্বাধীন গণতন্ত্র, বেকারত্ব ইত্যাদি থেকে বাঙ্গালি জাতিকে রক্ষা করা৷ কিন্তু প্রকৃতপক্ষে আমরা এ বিষয়গুলোর আশেপাশেই যেতে পারিনি৷ এটি একটি স্বাধীন জাতির জন্য সত্যিই লজ্জাজনক৷ তবুও আমরা প্রত্যাশা করি, এমন একদিন আসবে যেদিন আমরা প্রকৃতপক্ষেই ক্ষুধা, দরিদ্রতা, স্বাধীন গণতন্ত্র, বেকাররত্বের অভিশাপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হব৷ ইনশা-আল্লাহ৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

অফুরন্ত শুভেচ্ছা রইল৷ ডয়চে ভেলের ৭০ ভাগ শ্রোতাবন্ধুর বয়স ৩০ বছরের নিচে৷ তরুণ বন্ধুরা জার্মান রেডিওর কাছে কি চায় সেটা আপনাদের কে জানতে হবে এবং বুঝতে হবে৷ তাহলেই অনুষ্ঠান আরো জনপ্রিয় হবে৷ মোঃ নাজমুল শাহ, গাইবান্ধা, বাংলাদেশ৷

১লা ডিসেম্বর ছিলো বিশ্বএইডস দিবস৷ আমাদের ক্লাবের পক্ষ থেকে ৩দিন ব্যাপী আলোচনা সভা ও ব়্যালীর ব্যবস্থা করা হয়৷ এইডস-এর কুফল নিয়ে বেশি বেশি আলোচনা করা হয়৷ ব়্যালীর স্লোগান ছিলো ‘পতিতালয় ত্যাগ করুন,এইডস মুক্ত সমাজ গড়ুন’৷ এবং বিকেলে এক ব্যক্তির পতিতালয় গমন নিয়ে একটি নাটক উপহার দেওয়া হয়৷ শুভেচ্ছান্তে, এমএ রশিদ চৌধুরী, ব্লুস্কাই রেডিও লিসেনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আপনাদের সকলকে হৈমন্তী শুভেচ্ছা জানচ্ছি৷ বাংলাদেশে এফএম চালু করায় আমাদের অনেক সুবিধা হয়েছে কারণ এখন আর আগেরমত চ্যানেল খুঁজতে হয়না৷ বিষাদু রায়, কোদালখাতা(ভাটিবাড়ী)লালামনিরহাট, বাংলাদেশ৷

সুপ্রিয় বন্ধুরা,আজ রাতে মিডিয়াম ওয়েভে বাংলাদেশ ও ভারতের খবরসহ সিরিয়ার গোপন পরমাণু কর্মসূচি, কানকুনে বিশ্ব জলবায়ু সম্মেলন, শাহনাজ ও আঃ লতিফের দ্বৈতকণ্ঠে গান এবং ফিচারপর্ব পশ্চিমের জানালায় জার্মানির সবুজ দলের গ্রহণ যোগ্যতা ও সাফল্য, পপ তারকা জেনিফার লোপেজ হোমমেড ভিডিও প্রকাশ সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিবেদনটি শুনে আমাদের ভালো লেগেছে৷ মিডিয়াম ওয়েভের শ্রবণমান ছিলো সন্তোষজনক এজন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ ওয়েবসাইটের খেলার পাতায় আগামী ২৬শে জুন ২০১১ সালে জার্মানিতে প্রমীলা বিশ্ব কাপের ক্ষণ গণনা এবং ফিচার পর্ব আমাদের দারুণ ভাল লাগলো৷ জার্মানিতে অনুষ্ঠিতব্য আসন্ন প্রমিলা বিশ্বকাপে জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক অর্জন করুক এটাই আমাদের প্রত্যাশা৷ আর এই প্রতিবেদনটির ওপর ডিসেম্বর মাসের কুইজের আয়োজন করার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া৷

হাস্নুহেনার শুভেচ্ছা রইল৷ অনুষ্ঠানের মর্ম বুঝি আর না বুঝি ৩৩ দিন পর আজ ডয়চে ভেলে থেকে অত্যন্ত প্রিয় কয়েকজনের কণ্ঠ শুনতে পেয়ে বেশ ভাল লাগল৷ ১৫৪৮ কিলোহার্তস-এ, প্রথমদিকে কোন সিগনালই পাওয়া গেলোনা৷ তবে মাঝামাঝি পর্যায়ে ডিসেম্বরের ধাঁধার ঘোষণা ও পরে দ্বৈত কণ্ঠের গানসহ শেষে সমাপ্তি ঘোষণা পর্যন্ত কখনো অনুষ্ঠানের নাম আবার কখনো অনুষ্ঠানের মাঝের কিছু অংশ হালকাভাবে বোঝা গেল৷ তবে যতটুকু সময় শুনলাম প্রচারতরঙ্গের ওঠানামা খুব বেশি এবং জোরালো শাঁশাঁ শব্দ৷ তবে আমার মনে হয় কর্তৃপক্ষ হৃদয়বান হয়ে মনোযোগ দিলে মিডিয়াম ওয়েভে শ্রবণমান অবশ্যই গ্রহণযোগ্য হবে৷ দয়া করে সুনজর দিন৷ সবাই ভাল থাকুন, এটাই কামনা৷ আব্দুল কুদ্দুস মাস্টার, শাপলা শর্টওয়েভ শ্রোতাসংঘ, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

আমি ১০৫ মেগাহার্তস-এ রাজশাহী বেতার থেকে এফএম তরঙ্গের অনুষ্ঠান শুনি৷ তবে কয়েকদিন যাবত অনুষ্ঠান একেবারেই শোনা যাচ্ছেনা৷ যার কারণে আমরা অনেক দুর্ভোগের শিকার হচ্ছি৷ আশাকরি জরুরিভাবে ব্যবস্থা নেবেন৷ মীর রাসেল, মীরপাড়া, বাঘা, রাজশাহী, বাংলাদেশ৷

আপনাদের অনুষ্ঠান শুনছি ৩০ বছর ধরে, কত বিষয় যে জানতে পারছি তা বলার অবকাশ রাখেনা৷ জার্মানি সম্পর্কে প্রচুর জানি, মনে হয় অনেকবার বেড়াতে গিয়েছি ওখানে৷ আর এর কারণ ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান৷ আচ্ছা আপনারা কবে কলকাতায় আসছেন শ্রোতাবন্ধুদের সাথে মিলিত হতে? আমি ক্লাব সদস্য ও ফ্যামিলি নিয়ে দেখা করতে যাবো৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, নতুন রেডিও ক্লাব, শাহানগর, মুর্শিদাবাদ, ভারত৷

ডয়চে ভেলের এফএম অনুষ্ঠান এবং সুন্দর ওয়েবসাইট আমাদের ভীষণ ভাল লাগছে৷ আবু সাঈদ, অনলাইন ডি-এক্স ক্লাব, রাঁয়াপুর, অর্জনপাড়া,বাগমারা, রাজশাহী৷