1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের সংবিধান সংশোধনে সবার মতামত নেয়া হবে

২২ জুলাই ২০১০

সব শ্রেণীর মানুষের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে৷ এমনকি সংসদে যেসব দলের প্রতিনিধি নেই তাদেরও মতামত নেয়া হবে৷ সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন৷

https://p.dw.com/p/ORe3
সংবিধান সংশোধনকে কেন্দ্র করে বিতর্ক অনিবার্যছবি: picture-alliance/ dpa

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধনের জন্য বুধবার সংসদে কমিটির নাম ঘোষণা করেন৷ সেই কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার তাদের কর্ম পরিধি নিয়ে কথা বলেছেন৷ তিনি জানান, এই কমিটি বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে৷ পঞ্চম সংশোধনী বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনা করবে কমিটি৷ যেসব দলের প্রতিনিধি নেই তাদেরও মতামত দেয়ার সুযোগ রাখবে৷ তিনি বিরোধী দল বিএনপিকে লক্ষ্য করে বলেন, সব কিছু না দেখে এখনই বেসামাল মন্তব্য করা ঠিক না৷ তিনি অবশ্য বলেন, বিএনপির এখনো কমিটিতে প্রতিনিধি পাঠনোর সুযোগ রয়েছে৷

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি এমনিতেই সংকটে আছে৷ সেই সংকট থেকে উত্তরণের চেষ্টা না করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে৷ এতে দলটি আরও বড় সংকটে পড়বে৷ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত আরো বলেন, বিএনপির বেদনা অন্য জায়গায়৷ তারা তাদের মিত্র জামায়াতকে নিয়ে চিন্তা করছে৷ চাইছে যুদ্ধাপরাধের বিচার থেকে তাদের বাঁচাতে৷ কিন্তু এতে জামায়াতের শেষ রক্ষা হবে না৷

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান সংশোধন সময়ের দাবি৷ অতীতের সব জঞ্জাল থেকে সংবিধানকে মুক্ত করা হবে৷ আর তাতে সবার মতামত নেয়া হবে৷ বিএনপি এই প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে৷ তিনি বলেন, বিএনপি চাইলে এখনো সংবিধান সংশোধন কমিটিতে তাদের প্রতিনিধি পাঠাতে পারবে৷

অন্যদিকে, বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন আবারও সংবিধান সংশোধন থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক