1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আদমশুমারি শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে

১৩ মার্চ ২০১১

বাংলাদেশে ৫ম আদমশুমারি শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে৷ আর শেষ হবে ১৯শে মার্চ৷ সরকার তার উন্নয়ন পরিকল্পনায় আদমশুমারির তথ্য কাজে লাগাতে পারবে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন পরিসংখ্যান সচিব রীতি ইব্রাহীম৷

https://p.dw.com/p/10YGK
আদমশুমারির সুফল পাবে সরকারওছবি: bdnews24.com

আদমশুমারি শুরু হবে ১৪ মার্চ দিবাগত রাত ১২টার পর পরই৷ আর শেষ হবে ১৯ মার্চ রাত ১২টায়৷ এজন্য সারাদেশে ৩ লাখ ১০ হাজার গণনাকারী নিয়োগ দেয়া হয়েছে৷ একজন গণনাকারী ১২০টি খানার লোক গণনা করবেন৷ ভাসমান লোকজনকে গণনা করা হবে প্রথমদিন মধ্যরাতের পরেই৷ আর এবার আদমশুমারি সঙ্গে যুক্ত করা হয়েছে গৃহ গণনা, বললেন সচিব রীতি ইব্রাহীম৷

সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ উন্নয়ন পরিকল্পনায় আদমশুমারির তথ্য যাতে কাজে লাগানো যায় তাই এবারের আদমশুমারির ক্ষেত্র বিস্তৃত করা হয়েছে৷

পরিসংখ্যান সচিব জানান, চার মাসের মধ্যেই তারা আদমশুমারির প্রথম রিপোর্ট প্রকাশ করবেন৷ এরপর পর্যায়ক্রমে আরও রিপোর্ট প্রকাশ করবেন৷ এবারের আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটির বেশী হবে বলে তাদের ধারণা৷

নিয়ম অনুযায়ী ১০ বছর পর পর আদমশুমারি করা হয়৷ বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে৷ তারপর ১৯৮১ সাল থেকে প্রতি ১০ বছর পর পর আদমশুমারি হয়ে আসছে৷ সর্বশেষ আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল কমবেশী ১৩ কোটির মত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার