1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এফ এম সম্প্রচার শুরু

৬ অক্টোবর ২০১০

ডয়চে ভেলে রেডিও বাংলা বিভাগ বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে এফএম তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার শুরু করছে৷

https://p.dw.com/p/PWeb
আনুষ্ঠানিক শুভ সূচনাছবি: DW
DW startet Bengali FM in Bangladesch
বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েলছবি: DW

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা , রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ বেতারের এফ এম তরঙ্গ যথাক্রমে ৯৭.৬,১০৫.৪ ,১০৫.০,১০২.০,১০৫.০ এবং ১০৫.৪ মেগাহার্টস-এ শোনা যাচ্ছে৷ প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়৷ পরীক্ষামূলকভাবে এফ এম সম্প্রচার শুরু হয় গত এপ্রিল থেকে৷

বুধবার ঢাকার একটি হোটেলে এই আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডয়চে ভেলের সমন্বয়কারী সম্পাদিকা দেবারতি গুহ, সম্পাদক আব্দুল হাই, দক্ষিণ এশিয়া ডিষ্ট্রিবিউশন এক্সিকিউটিভ টোবিয়াস গ্রোটে বেভারবর্গ, জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল, বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম চৌধুরী প্রমূখ৷ উপস্থিত ছিলেন নগরীর বিশিষ্টজনরা৷

DW startet Bengali FM in Bangladesch
বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম চৌধুরীছবি: DW

দেবারতি গুহ তাঁর বক্তৃতায় বলেন, ডয়চে ভেলে বাংলা বিভাগ এখন মাল্টিমিডিয়া৷ রেডিওতে অনুষ্ঠান শোনার পাশাপাশি তা পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে৷ তিনি জানান, এমাসের শেষ দিকে বাংলা বিভাগের শর্টওয়েভ সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে৷ আধুনিক প্রযুক্তি এফএম ব্যান্ডেই শ্রোতারা শুনবেন ডয়চে ভেলে৷ আর ওয়েবসাইটে তা পাবেন সব সময়৷

DW startet Bengali FM in Bangladesch
ডয়চে ভেলের সমন্বয়কারী সম্পাদিকা দেবারতি গুহছবি: DW

টোবিয়াস গ্রোটে বেভারবর্গ বলেন, বাংলাদেশে ডয়চে ভেলের বিপুল সংখ্যক শ্রোতা রয়েছেন৷ তাদের আগ্রহ আর নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ডয়চে ভেলে এখন এফ এম তরঙ্গে৷ হলগার মিশায়েল বলেন, ডয়চে ভেলে বাংলাদেশ ও জার্মানির মধ্যে এক অনন্য সেতুবন্ধন৷ শামীম চৌধুরী বলেন, ডয়চে ভেলে চাইলে বাংলাদেশ বেতারের আরো বিস্তৃত এফ এম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন