1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আরো ৩ জেলায় অ্যানথ্রাক্স

৮ সেপ্টেম্বর ২০১০

বাংলাদেশের আরো নতুন ৩ জেলায় অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করেছে রোগতত্ত্ব বিভাগ৷ বুধবার শুধু লালমনিরহাটেই এক গ্রামে আক্রান্ত হয়েছে ৬৬ জন৷ আরো রোগী সনাক্ত হয়েছে সাতক্ষীরা এবং ঢাকার অদূরে মানিকগঞ্জে৷

https://p.dw.com/p/P78z
ছবি: AP

রোগতত্ত্ব বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় মোট ৮৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে৷ চাঁদপুরসহ কয়েকটি জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত গরু সনাক্ত করা হয়েছে৷

দেশের ৮ টি জেলার ১৪টি উপজেলায় এখন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা ৪শ'৪৭ জন৷ রোগতত্ত্ব বিভাগের পরিচালক ড. মাহমুদুর রহমান জানান, এরমধ্যে মানিকগঞ্জ ও সাতক্ষীরার অবস্থা তত প্রকট নয়৷ বাকি ৬ জেলার অবস্থা খারাপ৷ ৮টি জেলা হল, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, মেহেরপুর, মানিকগঞ্জ, সাতক্ষীরা, ও লালমনিরহাট৷

ড. মাহমুদ জানান, আক্রান্ত গরুর ব্যাপারে সতর্ক না থাকলে এই রোগের প্রাদুর্ভাব বাড়তেই থাকবে৷ আর গরুকে ঠিকমতো টিকা দিতে হবে৷ কারণ একটি আক্রান্ত গরু থেকে কমপক্ষে ৪০ জনের দেহে অ্যানথ্রাক্স ছড়াতে পারে৷

ড. মহমুদুর রহমান জানান, আক্রান্ত গরু অল্প সময়ের মধ্যে মারা গেলেও এই রোগে মানুষের মৃত্যু ঝুঁকি কম৷ প্রয়োজন সতর্কতা এবং ঠিক সময়ে চিকিৎসা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য