1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

’মাঘের শীতে বাঘ পালায়’

১৬ জানুয়ারি ২০১৪

প্রায় এক বছর ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে বাংলাদেশে৷ জনজীবনে এর কতটা বিরূপ প্রভাব পড়ছে তা একমাত্র ভুক্তভোগীরা জানেন৷ এ অবস্থাতেই এক ব্লগার শামীম মুসতফা লিখেছেন শীতের প্রকোপে কাহিল হয়ে পড়া মানুষদের নিয়ে৷

https://p.dw.com/p/1Arou
Bangladesch Kältewelle Opfer
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

সামহয়্যারইন ব্লগে ‘মাঘের শীতে বাঘ পালায়' শিরোনামের ছোট্ট একটা লেখার শুরুতেই শামীম মুসতফা লিখেছেন, ‘‘এই প্রবাদকে সত্য প্রমাণ করতেই যেন দেশজুড়ে জাঁকিয়ে বসেছে শীত৷ গতকাল রাত থেকেই চারদিকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে৷ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ অবস্থা চলবে আরও দুই-একদিন৷''

Bangladesch Kältewelle Opfer
শীতে জুবুথুবু অবস্থা বহু অসহায় মানুষের...ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

তারপর বাংলাদেশের কোথায় কেমন শীত পড়ছে আবহাওয়া অধিদপ্তর পরিবেশিত তথ্যের উল্লেখ করে সে সম্পর্কেও ধারণা দিয়েছেন সামহয়্যারইন ব্লগের এই ব্লগার৷ ‘সবচেয়ে কম ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াড়াঙ্গায়' – এই তথ্যও জানিয়েছেন শামীম মুসতফা৷ জার্মানিতে এবার শীতের প্রকোপ এখনো কমই বলা যায়৷ শীত প্রধান এ দেশের বন শহরে ডয়চে ভেলের কার্যালয়৷ আজ এখানে তাপমাত্রা ত ডিগ্রি সেলসিয়াস৷ বাংলাদেশে এমন শীত বলতে গেলে পড়েই না৷ জার্মানির তাপমাত্রা অনেক সময় হিমাঙ্কের অনেক নীচে নেমে যায়৷ খুব কম হলেও এখানেও শীতের সময় রেলস্টেশন, বাসস্টপের মতো জায়গায় দরিদ্র মানুষকে আশ্রয় নিতে দেখা যায়৷ তবে তাঁদের সংখ্যা এবং অসহায়ত্ব বাংলাদেশের মতো দেশগুলোর তুলনায় অনেক কম৷

শামীম মুসতফা জানিয়েছেন, ‘‘প্রতি বছরের মতো এবারও সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, শ্রীমঙ্গলসহ দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্দশায় পড়েছেন মানুষ৷ তীব্র শীতে জুবুথুবু অবস্থা সকলের৷ দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের৷‍ বিশেষ করে রেলস্টেশন, ফুটপাতে যাঁদের বসতি তাঁদের ভোগান্তি চরমে৷''

সরকার এবং দেশের প্রতিটি স্বচ্ছল, মানবতাবাদী মানুষ এই মানুষগুলোর দিকে সহায়তার হাত বাড়াবেন – এইটুকু আশা কি বেশি কিছু?

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য