1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে এনজিওর জন্য নতুন আইন আসছে

২০ সেপ্টেম্বর ২০১০

এনজিওগুলো নিয়ন্ত্রণে নতুন আইন করছে সরকার৷ সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহিদ জানিয়েছেন, এনজিওগুলোর লম্বা হাত দেশের মানুষের স্বার্থেই খাটো করা হবে৷

https://p.dw.com/p/PGHD
বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা ৬ কোটিছবি: AP

তিনি জানান, নতুন আইনের মাধ্যমে এনজিওর নিবন্ধন, আয়-ব্যয় এবং কাজকর্ম মনিটরিং করা হবে৷

আশির দশকের মাঝামাঝি সময়ে দেশের ৫৮ ভাগ মানুষ দারিদ্র্য সীমার নীচে বাস করত৷ তখন দরিদ্র মানুষের সংখ্যা ছিল ৬ কোটি৷ ২০০৫ সালে দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী মানুষের হার ৪০ ভাগ হলেও মোট সংখ্যা একই রয়ে গেছে৷ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস-এর এই তথ্য দেখিয়ে দেয় দারিদ্র্য বিমোচনে সরকারি এবং বেসরকারি পদক্ষেপগুলো তেমন কাজে আসছেনা৷ সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহিদ বলেন, এজিওগুলো দারিদ্র্য বিমোচন এবং সমাজ সেবার কথা বলে কাজ শুরু করলেও শেষ পর্যন্ত তারা ব্যবসায় মনোযোগী হয়৷ তাদের মধ্যে মুনাফার প্রবণতা প্রবল৷

দেশে এখন এনজিও'র সংখ্যা এক লাখেরও বেশী৷ নানা অভিযোগে ৩ হাজার এনজিওর নিবন্ধন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার৷ কোন কোন এনজিওর বিরুদ্ধে জঙ্গী তৎপরতার অভিযোগও রয়েছে৷ মন্ত্রী বলেন, এনজিওগুলোকে নিয়ন্ত্রণে নতুন আইন করা হচ্ছে৷ ইতিমধ্যেই আইনের খসড়া করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই