1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ক্রেতাদের মধ্যে নিরপত্তা নিয়ে প্রশ্ন নেই'

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ অক্টোবর ২০১৫

বাংলাদেশে আসা নিয়ে তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে কোনো সংকোচ নেই৷ এ দাবি তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই-এর সভাপতি সিদ্দিকুর রহমানের৷ তাঁর কথায়, ‘‘বাংলাদেশে আইন-শৃঙ্খলার কোনো অবনতি হয়নি৷''

https://p.dw.com/p/1GpQz
Eine H&M-Filiale auf der Frankfurter Einkaufsmeile Zeil
ছবি: picture-alliance/dpa

[No title]

শুক্রবার ডয়চে ভেলেকে সিদ্দিকুর রহমান বলেন, ‘‘দু'জন বিদেশি নাগরিক হত্যার চেয়ে অনেক বড় সন্ত্রাসী কর্মকাণ্ড অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের অনেক দেশে এরপর হয়েছে এবং হচ্ছে৷ তহালে বাংলাদেশ কীভাবে অনিরাপদ হয়?''

সম্প্রতিক সময়ে বাংলাদেশে ইটালি এবং জাপানের দু'জন নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশের নিরপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমের দেশগুলো৷ এর প্রভাব নাকি পড়তে পারে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পেও৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এরকমই খবরই দিচ্ছে৷ এরইমধ্যে দুই প্রধান ক্রেতা ‘গ্যাপ' এবং ‘এইচঅ্যান্ডএম তাদের বাংলাদেশ সফর স্থগিত করেছে নিরাপত্তার প্রশ্নে৷

এমনকি গত সপ্তাহে ঢাকায় বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের একটি বৈঠক বাতিলও করা হয়েছে নিরাপত্তা ইস্যুতে৷ তবে বিজিএমই-এর সভাপতি সিদ্দিকুর রহমান ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো ক্রেতা এখনো বাংলাদেশ সফর বাতিল বা স্থগিতের কথা জানায়নি৷ নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগের কথাও বলেনি তারা৷''

তিনি জানান, ‘‘দুই বিদেশি হত্যাকাণ্ডের পর জার্মান মন্ত্রী ঢাকায় এসেছেন৷ এখানে ‘জার্মান ডে' হয়েছে৷ এইচঅ্যান্ডএম-এর প্রতিনিধি ঢাকায় এসেছেন৷ গ্লোবাল মার্কেটিং-এর ম্যানেজিং ডাইরেক্টরও ঢাকায় এসেছেন৷ তাহলে নিরপত্তার প্রশ্ন উঠছে কেন?''

তাঁর মতে, ‘‘নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের পোশাক শিল্পে কোনো নেতিবাচক প্রভাব নেই৷ আর বাংলাদেশের পোশাক খাতের পরিবেশ এবং শ্রমিকদের কর্ম পরিবেশ আগের চেয়ে অনেক ভালো৷''

এদিকে শুক্রবার ঢাকার অদূরে গাজীপুরে এক অনুষ্ঠান মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, ‘‘গত দু-তিন বছরে বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে বেশ সক্ষমতা অর্জন করেছে৷ বিশেষত শ্রমিকদের নিরাপত্তায় অনেক অগ্রগতি হয়েছে, তবে আরো কাজ বাকি রয়েছে৷''

প্রঙ্গত, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খান তৈরি পোশাক৷ ২০১৩ সালে রানা প্লাজা ধসে প্রায় এগার'শ শ্রমিকের মৃত্যুর পর, বাংলাদেশ তৈরি পোশাক শিল্প চাপের মুখে পড়ে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য