1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে

১৪ জানুয়ারি ২০২২

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৩৭৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷ মারা গেছেন ছয় জন৷

https://p.dw.com/p/45XLJ
ফাইল ছবিছবি: Mortuza Rashed/DW

মাত্র একদিনের ব্যবধানে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়েছে এক হাজারের বেশি৷ একদিনে এর চেয়ে বেশি চার হাজার ৬৯৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ২৬ আগস্ট৷

গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে করোনা রোগী শনাক্তের হার বাড়ছে৷  নতুন রোগীসহ মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বর্তমানে ১৬ লাখ ৯ হাজার ৪২ জন৷ তাদের মধ্যে মৃতের সংখ্যা ২৮ হাজার ১২৯ জন৷

সরকারি হিসাবে, গত এক দিনে সেরে উঠেছেন ৩৫১ জন৷ তাদেরসহ এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন৷ 

এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য