1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের দিকে আঙুল কেন?

২ অক্টোবর ২০১৫

বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. জিয়া রহমান মনে করেন, নিরাপত্তা নিয়ে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সংকট আছে৷ তবে তাকে বড় করে দেখা হচ্ছে রাজনৈতিক কারণে৷

https://p.dw.com/p/1Ghiz
Bangladesch Polizei Sicherheit Terror Symbolbild
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman

[No title]

অধ্যাপক ড. জিয়া রহমানের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরো অনেক দেশে নিয়মিত খুন খারাবি হয়৷ কিন্তু বাংলাদেশে কিছু একটা হলেই তারা হইচই করে৷ তিনি ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ বিশ্ব পরিস্থিতির বাইরে নয়৷ তাই নিরাপত্তার বিষয়টিকে সার্বিকভাবে দেখতে হবে৷

একটি ঘটনা থেকে একটি দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা বলা চলে না, বলে মনে করেন ড. জিয়া রহমান৷ ইটালির নাগরিক তাবেলা সিজার-এর হত্যা সম্পর্কে তাঁর বক্তব্য, ‘‘যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে; এই অবস্থায় ‘পরিস্থিতি ঘোলাটে করার জন্য’ কোনো তৃতীয় পক্ষ এই পথ বেছে নিতে পারে৷ ‘‘বাংলাদেশ কর্তৃপক্ষকে বাস্তবিক বিপদ সম্পর্কে কোনো সঠিক হদিশ দেওয়া হয়নি’’, অস্ট্রেলীয় ক্রিকেট দল প্রসঙ্গে বলেন তিনি৷

নিরাপত্তা একটি চলমান প্রক্রিয়া, সেই বিচারে বিদেশি স্থাপনাগুলোর জন্য বাড়তি প্রস্তুতি ও সতর্কতা নেওয়া অবশ্যই উচিত, বলে মনে করেন ড. রহমান৷ তবুও এটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই৷ যেমন জঙ্গিবাদ আজ একটা বিশ্বব্যাপী ঘটনা; জঙ্গিতৎপরতার ক্ষেত্রে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনীর ‘এক ধরনের অর্জন আছে’, বলে ড. রহমান দাবি করেন৷ তেমনই ব্লগার হত্যার ক্ষেত্রে এক ধরনের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলাগত অ্যাম্বিভ্যালেন্স বা ‘দোদুল্যমানতা’ দেখেন অধ্যাপক জিয়া রহমান৷

সাক্ষাৎকার: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান