1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে টাকা ছাড়াও রুপি এবং ডলার জাল হচ্ছে

২২ অক্টোবর ২০১১

ভারতীয় জাল মুদ্রা পাচারের ট্রানজিট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে৷ আর এসব জাল মুদ্রা তৈরি হচ্ছে পাকিস্তানে৷ গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান, এখন বাংলাদেশি জাল টাকা ছাড়াও বিদেশি মুদ্রা জাল হচ্ছে৷

https://p.dw.com/p/12wyT
Armed police members are on high alert to ensure lives of the people. Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

পাকিস্তানি নাগরিক শামিম নাজকে গত সপ্তাহে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় জাল রুপিসহ গ্রেফতার করা হয়৷ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে ঢাকায় অবস্থানরত তার স্বামী আলি করিমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ৷ গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, এরা দু'জনই জাল ভারতীয় রুপি পাচারের সঙ্গে জড়িত৷ তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে পাকিস্তানেই এখন ভারতীয় জাল রুপি তৈরি হচ্ছে৷ এই জাল রুপি এত উন্নতমানের যে সাধারণ মানুষের পক্ষে তা ধরা সম্ভব নয়৷

মনিরুল ইসলাম জানান, এসব জাল রুপি পাকিস্তানে তৈরি হলেও এর গন্তব্য ভারত৷ ভারতীয় বাজারকে টার্গেট করে পাকিস্তানে এখন জাল রুপির ব্যবসা জমজমাট৷ আর এই ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আন্তর্জাতিক চক্র৷

তিনি জানান, আন্তর্জাতিক চক্রের সঙ্গে বাংলাদেশি কয়েকটি গ্রুপও জড়িত৷ তারা এখন এখানেই জাল টাকার সাথে জাল ডলার এবং ভারতীয় রুপি তৈরি করছে৷ এমনকি তারা জিজ্ঞাসাবাদে জাল ইউরো তৈরির চিন্তাভাবনার কথাও জানিয়েছে গোয়েন্দাদের৷

গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জানান জাল মুদ্রা বাংলাদেশে আতংকের কারণ হয়ে দাড়িয়েছে ৷ গত এক সপ্তাহে তারা কোটি টাকার জাল মুদ্রা উদ্ধার করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম