1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘প্রতিটা ঘটনার তদন্ত হয়, কিন্তু সব প্রকাশিত হয় না’

২২ এপ্রিল ২০২২

বাংলাদেশের নিরাপত্তা বাহিনী প্রতিটি অপরাধের তদন্ত করলেও সবক্ষেত্রে সেসব তদন্ত প্রকাশিত হয়না বলে মনে করেন নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল৷ ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে একথা বলেন তিনি৷

https://p.dw.com/p/4AJjF
ছবি: DW

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশোতে শুক্রবার আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল৷ ঢাকায় এক দশক আগে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ছিল আলোচনার বিষয়বস্তু৷ 

আলোচিত এই গুমের সঙ্গে কি ব়্যাব জড়িত? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের কাছে সঞ্চালক খালেদ মুহিউদ্দীন জানতে চান, ‘‘গুম খুনের আদেশ কীভাবে দেওয়া হয়? এর কি আইনি ভিত্তি আছে?''

জবাবে হক বলেন, ‘‘বেআইনি কাজের আদেশের প্রশ্নই ওঠে না৷ কেউ এমন আদেশ দেয় না৷''

গুম খুন তাহলে কারা করে? ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধানের এমন প্রশ্নের উত্তরে শহীদুল হক বলেন, ‘‘ফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স দিবস জাতিসংঘ পালন করে৷ শুধু বাংলাদেশ না, আফ্রিকা, লাতিন আমেরিকাও এমন ঘটে৷ হারিয়ে যাওয়া দুঃখজনক৷ তবে এর নানা কারণ আছে, টাকা পয়সা লেনদেন, শত্রুপক্ষ, পুলিশ উদঘাটন করতে পারলে অপহরণ ইত্যাদি জানা যায়৷ আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি অপহরণের ঘটনা পারেনি৷ শতভাগ কেউ সফল হয় না৷''

সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল জানান যে ঢাকার বনানী থেকে ইলিয়াস আলীকে তুলে নেয়ায় ব়্যাব ১ সেই ঘটনার তদন্ত করেছে কেননা এলাকাটি তাদের আওতায় পড়ে৷ তিনি বলেন, ‘‘বনানী ব়্যাব ১ এর অধীনে৷ ইলিয়াস আলীকে তুলে নিয়ে যাবে, কেউ তদন্ত করবে না৷ বাংলাদেশের প্রতিটা গুমের ঘটনা তদন্ত হয়, কিন্তু সেগুলো প্রকাশ হয় না৷'' 

ইউটিউবে প্রচারিত অনুষ্ঠানটি শুক্রবার বারো হাজারের বেশি মানুষ সরাসরি দেখেছেন৷ ইলিয়াস আলী গুম সংক্রান্ত এক জরিপে ভোট পড়েছে ৫০ হাজারটি৷ পুরো অনুষ্ঠানটি পাবেন এখানে৷ 

আরকেসি/এআই