1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক, টুইটারে নিয়ন্ত্রণ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ মে ২০১৩

সরকার ইউটিউব খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে তার আগে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের সাইটগুলো নিয়ন্ত্রণ করা হবে৷ ইউটিউবকে নিয়েও একই চিন্তা করছে সরকার৷

https://p.dw.com/p/18ard
Illustration - Ein Junge reibt sich am 15.05.2013 in Leichlingen (Nordrhein-Westfalen) vor seinem Laptop beim betrachten der Facebook Seite die Augen. Eine umfangreiche Studie zum Thema Mobbing unter Kindern und Jugendlichen in Internet und sozialen Netzwerken wird in Köln vorgestellt. Foto: Oliver Berg/dpa (zu dpa-KORR.: "Bündnis stellt umfangreiche Studie zu Cybermobbing vor" vom 16.05.2013)
ছবি: picture-alliance/dpa

তথ্যপ্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির ডয়চে ভেলেকে জানান সামাজিক যোগাযোগের সাইট নিয়ন্ত্রণ উদ্ভট চিন্তা ছাড়া আর কিছুই নয়৷ সরকারের মনে রাখা উচিত কোনো কিছু এখন আর গোপন করা যায়না৷ আবার অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করাও সহজ নয়৷

রামুর বৌদ্ধ পল্লিতে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি আদালতে দেয়া তাদের প্রতিবেদনে ফেসবুক এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করেছে৷ আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের নবি এবং ধর্ম সম্পর্কে কটূক্তিকারীদের শনাক্তে গঠিত তদন্ত কমিটিও এই নিয়ন্ত্রণের পক্ষে৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রবিবার তদন্ত কমিটির মতামত তুলে ধরে জানান সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে সরকার৷ যাতে এসব মাধ্যমে কোনো আপত্তিকর মন্তব্য বা ছবি প্রকাশ না পায় সেজন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে৷ আর এরপর ইউটিউবও খুলে দেয়া হবে৷ তবে সেখানেও আপত্তিকর কিছু যাতে বাংলাদেশে প্রদর্শন না হয় তার ব্যবস্থা নেয়া হবে৷ মুসলমানদের মহানবি হযরত মুহাম্মদ (সঃ) এর ওপর একটি আপত্তিকর চলচ্চিত্রের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দিয়ে অনুরোধ করার পরও তা না সরানোয় গত বছরের ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেয়া হয়৷

সামাজিক যোগযোগ সাইট নিয়ন্ত্রণের চিন্তাকে উদ্ভট বলে মন্তব্য করেছেন তথ্যপ্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির৷ তিনি ডয়চে ভেলেকে জানান, এমন কোনো প্রযুক্তি আছে বলে তার জানা নেই যার মাধ্যমে সামাজিক যোগাযোগ সাইট পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়৷ আর নিয়ন্ত্রণের চেষ্টা করার কোনো মানে নেই৷ কারণ এই যুগে কোনো তথ্য গোপন করা যায়না৷ আর অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা সহজ নয়৷ যারা ইন্টারনেট এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের এতটা নির্বোধ ভাবা ঠিক না৷ মানুষের ওপর আস্থা রাখা উচিত৷ তিনি বলেন দেশের বাইরে এক কোটি বাংলাদেশি বাস করেন৷ তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে৷ আর বাংলাদেশে ইন্টারনেটের ২৯টি গেটওয়ে৷ তাই নিয়ন্ত্রণ আরোপ কতটা সম্ভব হবে তাও ভেবে দেখার বিষয়৷

তিনি ইউটিউব প্রসঙ্গে বলেন, এটি এতদিন বন্ধ রাখায় বাংলাদেশের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ এখন যত দ্রুত খুলে দেয়া হয় ততই ভাল৷ কারণ ইউটিউব শিক্ষা ও প্রযুক্তিসহ নানা কাজে ব্যবহার করে বাংলাদেশের মানুষ৷

ILLUSTRATION - Auf einem Computermonitor ist am Freitag (20.04.2012) in Schwerin der Hinweis des Video-Portals YouTube zu sehen, nachdem ein Video wegen fehlender Musikrechte der GEMA in Deutschland nicht gezeigt werden darf (gestelltes Foto). Im Streit um Musikclips auf YouTube hat die Verwertungsgesellschaft Gema Berufung gegen ein Urteil des Landgerichts Hamburg eingelegt. Die Verhandlungen mit der Google-Tochter hätten in den vergangenen Wochen zu keiner Einigung geführt, erklärte die Gema am Montag (21.05.2012) in München. Foto: Jens Büttner dpa (zu dpa: "Streit zwischen Gema und YouTube geht in neue Runde") +++(c) dpa - Bildfunk+++
বাংলাদেশে ইউটিউব এখনো বন্ধছবি: picture-alliance/dpa

এদিকে অবৈধ ভিওআইপি ঠেকাতে বাংলাদশে ইন্টারনেটের গতি কমিয়ে দেয়ার পর ব্যাপক সমালোচনার মুখে রোববার তা আবার স্বাভাবিক করা হয়েছে৷ ১৫ই মে থেকে এই গতি কমানোর নির্দেশনা জারি করেছিল বিটিআরসি৷ সুমন আহমেদ সাবির বলেন সঠিক জ্ঞান না থাকলে যা হয় তাই হয়েছে৷ বিটিআরসি জ্ঞান অর্জন করতে নানা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য