1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক নিয়ন্ত্রণ বিতর্ক

আরাফাতুল ইসলাম২৪ মে ২০১৩

বাংলাদেশে ফেসবুক, টুইটারের মত সামাজিক যোগাযোগ সাইট নিয়ন্ত্রণ নিয়ে চলছে বিস্তর বিতর্ক৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই নিয়ন্ত্রণের কথা বলেছেন৷ তথ্যপ্রযুক্তিবিদ রাগিব হাসান এ ধরনের নিয়ন্ত্রণ কতটা সম্ভব, তা লিখেছেন ফেসবুকে৷

https://p.dw.com/p/18dWg
2010_handcuffskeyboard © mezzotint_fotolia #27269177 Symbolbild Symbolbild Iran Internet Zensur
ছবি: fotolia/mezzotint

ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ডের একটি বিভাগে ইউজার প্রাইজ জয়ী ‘শিক্ষক ডটকম' প্রকল্পের প্রতিষ্ঠাতা রাগিব হাসান ফেসবুকে ‘‘ইন্টারনেটে আড়িপাতা - মিথ বনাম বাস্তবতা'' শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেছেন৷ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ফেসবুক, টুইটার বা সামগ্রিকভাবে ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে যে বিতর্ক চলছে, সেসবের প্রেক্ষিতে এই নিবন্ধ তাঁর৷

রাগিব হাসান লিখেছেন, ‘‘বাংলাদেশের চিরন্তন ভিলেন বিটিআরসি (টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) সম্প্রতি ঘোষণা দিয়েই ইন্টারনেট সেন্সরশিপের কাজ শুরু করেছে৷ এই সংক্রান্ত খবরাখবরে যথারীতি নানা অতি উৎসাহী কর্মকর্তা ও মন্ত্রীর নানা মতামত প্রকাশ পেয়েছে৷ কেউ কেউ এভাবে বলছেন যে, ফেসবুক বা ব্লগ থেকে নানা ‘আপত্তিকর' জিনিস সরানো হবে৷ অতি অতি উৎসাহী কেউ কেউ ভয় দেখাচ্ছেন, ‘হান্টার ডিভাইস' নামের কোনো কাঁঠালের আমসত্ত্ব ব্যবহার করে ফেসবুকের স্ট্যাটাস বা কমেন্ট মুছে ফেলা যাবে, বা দূর করা যাবে কারো ব্লগ পোস্ট৷''

সুনির্দিষ্টভাবে ফেসবুক বা ব্লগে প্রকাশিত বিভিন্ন তথ্য মোছার বিষয়ে কারিগরী ব্যাখ্যা দিয়েছেন রাগিব হাসান৷ ফেসবুক বা ব্লগ থেকে কোন প্রোফাইল, ছবি, পাতা বা মন্তব্য ডিলিট করার ক্ষমতা বিটিআরসির মতো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নেই৷ রাগিব লিখেছেন, ‘‘ফেসবুকের সাথে সরাসরি যোগাযোগ না করে এই কাজগুলা করা সম্ভব না৷ আপনার ব্লগে যা লেখা লিখবেন, সেগুলা ব্লগ থেকে ডিলিট করানো সম্ভব না, যদিনা ব্লগ কর্তৃপক্ষ সেটা করে৷ মাঝপথে অমুক-তমুক ডিভাইস বসিয়ে বড়জোর ফিল্টার করা যায়, ডিলিট করা যায় না৷ এই ব্যাপারে আতঙ্কিত হবার তাই কিছু নাই৷''

Ragib Hasan, creator of Shikkhok.com, an online Bangla education site; Copyright: privat
রাগিব হাসানছবি: privat

ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যুক্তরাষ্ট্র প্রবাসী এই তথ্যপ্রযুক্তিবিদ লিখেছেন, ‘‘ফেসবুকের সিকিউরিটি অফিসারের সাথে সাম্প্রতিক আলাপের ভিত্তিতে জানি, তারা কোন দেশের সরকার আদেশ দিলেই সেটা মানতে বাধ্য না, বাকস্বাধীনতায় তারা বিশ্বাসী৷''

উল্লেখ্য, তথমন্ত্রী হাসানুল হক ইনু রবিবার জানিয়েছেন, ‘আপত্তিকর' মন্তব্য বা ছবি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না পায়, তা নিয়ন্ত্রণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে সরকার৷ এই প্রযুক্তি চালুর পর ফেসবুকের আপত্তিকর বিষয় বাদ দেয়া সহজ হবে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য