1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বোরখা পরতে কাউকে বাধ্য করা যাবেনা

২২ আগস্ট ২০১০

বাংলাদেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠানে কাউকে বোরখা পরতে বাধ্য না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

https://p.dw.com/p/OtZ9
নারী অধিকারের ক্ষেত্রে এই রায়ের যথেষ্ট গুরুত্ব রয়েছেছবি: AP

নাটোরের রাণী ভবানী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক ছাত্রীদের বোরখা পরা বাধ্যতামূলক করেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করেন৷ এ বিষয়ে রোববার সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আদালত এই স্বপ্রণোদিত আদেশ দেয়৷ একই আদালত সরকারের চার সচিবসহ কলেজের অধ্যক্ষের প্রতিও রুল জারি করেছে৷

দেশে অনেক ক্ষেত্রে ধর্মের দোহাই দিয়ে মেয়েদের বোরখা পড়তে বাধ্য করা হচ্ছে৷ সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়, নাটোরের রাণী ভবানী কলেজে বোরখা না পরার কারণে অধ্যক্ষ অনেক ছাত্রীকে শারীরিক নির্যাতন পর্যন্ত করেছেন৷ ছাত্রীরা বিষয়টি শিক্ষা সচিবকে লিখিতভাবে জানিয়েও কোন প্রতিকার পায়নি৷ পত্রিকায় প্রকাশিত এই রিপোর্ট সম্পর্কে দু‘জন আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করলে এ ব্যাপারে স্বপ্রণোদিত আদেশ দেয় হাইকোর্ট৷

একই সঙ্গে আদালত কেন মেয়েদের বোরখা পরা বাধ্যতামূলক করা অবৈধ করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন৷

আগামী ২৬শে অগাস্ট রাণী ভবানী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে আদালতে সশরীরে হাজির হওয়ারও নির্দেশ দেয়া হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন