1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে মোবাইলে ইন্টারনেট চর্চা বাড়ছে

২৫ মে ২০১০

বাংলাদেশে খুব দ্রুত বেড়ে চলেছে মোবাইল ফোনের ব্যবহার৷ ২০০০ সালেও যেখানে মোবাইলের ব্যবহারকারী ছিল লাখের ঘরে, এখন তা রূপ নিয়েছে কয়েক কোটিতে৷ আর এই মোবাইলের সঙ্গে বাড়ছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও৷

https://p.dw.com/p/NW4u
ফাইল ফটোছবি: AP

সেই ১৯৯৩ সালের কথা৷ বাংলাদেশে মোবাইল ফোনের যাত্রা শুরু সিটিসেল এর হাতে৷ শুরুতে তা ছিল শুধু বড়লোকের ফোন৷ কিন্তু খুব বেশি দিন লাগেনি তা আমজনতার হাতে পৌঁছাতে৷

পাঁচ কোটি আশি লক্ষ

বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি আশি লক্ষ৷ এরমধ্যে সবচেয়ে বেশি গ্রাহক গ্রামীণ ফোন-এর৷ তারপরই অবস্থান বাকি সংস্থাগুলোর৷ কিন্তু এই বিশাল জনগোষ্ঠী মোবাইল দিয়ে করছেটা কি? শুধুই কি বকবকানি? এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌলি জানান, আমাদের তরুণ প্রজন্ম এটাকে মেসেজ পাঠানোর একটা মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করে৷ কলতো দিচ্ছেই, তবে মেসেজটা বেশি ব্যবহার করা হয়৷

তরুণ মোবাইল ব্যবহারকারী তাজুল ইসলাম মুন্না বললেন, অনেক মানুষের আর আগের মতো হাতঘড়ি পড়েনা৷ কারণ সময় দেখার কাজটাও তারা মোবাইলেই সেরে নিচ্ছে৷ এছাড়া বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা যাতে সঠিক সময়ে যেতে পারি, এজন্য রিমাইন্ডার ব্যবহার করি৷ তাছাড়া সকালে ঘুম থেকে ওঠার জন্য এ্যালার্ম৷ আর মোবাইলে ক্যামেরা থাকলে তা দিয়ে আমরা খুশির মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে পারি৷

Call centre business in Bangladesh - Youth in Bangladesh
বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি আশি লক্ষ (ফাইল ফটো)ছবি: DW

মোবাইল ইন্টারনেট

এই মোবাইল ফোন কিন্তু বাড়িয়ে দিচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও৷ বিশেষ করে জনপ্রিয় ওয়েবসাইটগুলো এখন বাড়তি গুরুত্ব দিচ্ছে মোবাইল সংস্করণের দিকে৷ বাংলাদেশেও দেখা যাচ্ছে এই ধারা৷

তথ্য উপাত্ত বলছে, বাংলাদেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দশ লাখের বেশি৷ তবে, মোবাইলে ইন্টারনেট সুবিধা আছে আরো অনেক মানুষের৷ আর মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে একটি বড় অংশই বয়সে তরুণ৷

সামাজিকতা রক্ষায় ফেসবুক

বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়৷ পরিসংখ্যান বলছে, প্রায় সাত লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছে বাংলাদেশে৷ স্বভাবতই মনে প্রশ্ন জাগে, ফেসবুকের এত ব্যবহার কেন? উত্তরে মৌলি বললেন, ফেসবুকটাতো এখন মোটামুটি একটা ম্যানিয়াকের পর্যায়ে চলে গেছে৷ সামাজিকতা রক্ষার জন্য সবাই এটা ব্যবহার করে৷

শেষ করার আগে আরেকটি তথ্য৷ বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে মোবাইল ব্যবহারের যে ধারা দেখা যাচ্ছে তাতে ২০১৪ সাল নাগাদ মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে সাত কোটি ২০ লাখ৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন